Advertisement

পশ্চিমবঙ্গ

North Bengal Weather Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসতে পারে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 17 Jul 2022,
  • Updated 7:37 PM IST
  • 1/10

উত্তরবঙ্গ রবিবারই হালকা বৃষ্টি হয়েছে সারাদিনই কয়েক দফায়। তবে উত্তরের আকাশে মেঘ জমে রয়েছে শনিবার থেকেই। রবিবার বৃষ্টি হয়ে ঝরে পড়লেও একে হালকার বেশি তকমা দেওয়া যাবে না।

  • 2/10

দক্ষিণবঙ্গে আপাতত তেমন বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, সোমবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

  • 3/10

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 4/10

সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

  • 5/10

বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার।

  • 6/10

সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নাগাদ অন্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলতে থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 

 

  • 7/10

এদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা রয়েছে, তা ভারী বৃষ্টিতে তুলনামূলক হ্রাস পাবে। এমনিতেই শনিবার পর্য়ন্ত ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই ছিল। রবিবারের হালকা বৃষ্টিতেই তা গড়ে ৩৫ ডিগ্রিতে নেমে এসেছে।

  • 8/10

আগামী কয়েকদিনে আবার উল্টো চিত্র দেখা যাবে বলে জানাচ্ছে পূর্বাভাস। ফলে দাবদাহ থেকে মুক্তি পাওয়ার খুশি তো রয়েছেই, পাশাপাশি আবার অতি বর্ষণে বন্যাপরিস্থিতি না তৈরি হয় তা নিয়ে পাল্টা আশঙ্কা দেখা দিয়েছে।

  • 9/10

এর আগেও গত জুন মাসে ধরে উত্তরবঙ্গে বর্ষা ছিল প্রবল। অকাল বর্ষাতেই পাহাড়ে একের পর এক ধস, উত্তরের নদীগুলি ফুলেফেঁপে উঠেছিল। বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।

  • 10/10

এবার অবশ্য অতি গরমে কাহিল হয়ে অতিবর্ষণকেও স্বাগত জানাচ্ছেন তরাই-ডুয়ার্সের মানুষ। সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement