চিন সীমান্ত পাহারায় আরও শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। উত্তরবঙ্গে এলও আরও তিনটি রাফাল যুদ্ধ বিমান।
বুধবার হাসিমারা বায়ুসেনা ছাউনিতে তিনটি রাফাল যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। এদিন পূর্বাঞ্চল বায়ুসেনায় এই যুদ্ধ বিমানের অন্তর্ভুক্তিকে অভিবাদন জানানোর জন্য হাসিমারা বায়ুসেনা ছাউনিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনা এদিন ইস্টার্ন কমান্ডের ১০১ স্কোয়াড্রনে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফালকে আনুষ্ঠানিক অন্তর্ভুক্ত করল।
এদিনের এই যুদ্ধ বিমান অন্তর্ভুক্তির অভিবাদন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া। এদিন হাসিমারা বায়ুসেনা ছাউনিতে এয়ার চিফ মার্শালকে সাদরে অভ্যর্থনা জানান এয়ার মার্শাল অমিত দেব।
এদিন জল কামান দিয়ে যুদ্ধ বিমান রাফালকে হাসিমারা বায়ু সেনা ছাউনিতে অভিভাদন জানান হয়।
এদিন রাফাল অন্তর্ভুক্তির পর এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া বলেন, " অনেক পরিকল্পনা করে ভারতীয় বায়ু সেনার ইস্টার্ন সেক্টরকে আরও শক্তিশালি করার জন্য ১০১ স্কোয়াড্রনে যুদ্ধ বিমান রাফাল অন্তর্ভুক্ত হল।"
এদিন ভারতীয় বায়ু সেনার ১০১ স্কোয়াড্রনের উজ্জ্বল ও বর্নময় ইতিহাস তুলে ধরে আর কে এস ভাদুরিয়া বলেন, " এই স্কোয়াড্রন যেকোন জায়গায় যে কোন সময় কতৃত্ব করতে পারবে।"
জানা গিয়েছে ভারতীয় বায়ু সেনার ১০১ স্কোয়াড্রন হল দ্বীতিয় স্কোয়াড্রন যেখানে যুদ্ধবিমান রাফাল অন্তর্ভুক্ত হল। এই স্কোয়াড্রন ১৯৬৫ ও ১৯৭১ সনে ভারত পাক যুদ্ধে উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছিল।