Advertisement

উত্তরবঙ্গ

ঘরে বসেই স্যানিটাইজার তৈরিতে উৎসাহ যোগাচ্ছে মালদা জেলা প্রশাসন

ভাস্কর রায়
  • মালদা,
  • 16 May 2021,
  • Updated 5:53 PM IST
  • 1/13

করোনা আবহে কাঁপছে মালদা জেলা। প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ। করোনা মোকাবিলায় বাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজার থেকে অক্সিজেন সবেতেই এখন কালোবাজারির রমরমা।

  • 2/13

এই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মানুষকে সাহায্য করতে, বিজ্ঞান বিভাগের শিক্ষকদের সাহায্যে মালদার চাঁচল প্রশাসন নেমে পড়ল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে। 

  • 3/13

মালদা জেলা প্রশাসন ও চাঁচল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তৈরি  করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।

  • 4/13

রবিবার চঁচল মহকুমা শাসকের দপ্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়ে স্যানিটাইজার তৈরির কর্মশালা শুরু হয়।

  • 5/13

উল্লেখ্য, করোনা মোকাবিলায় ভাইরাস রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 

  • 6/13

করোনার দ্বিতীয় ঢেউয়ে বাজারে দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে স্যানিটাইজার।

  • 7/13

সাধারণ মানুষের কথা মাথায় রেখে মালদা জেলা প্রশাসন ও চাঁচল মহকুমা প্রশাসনের উদ্যোগে চাঁচল এসডিও অফিসে রবিবার থেকে শুরু হল হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রস্তুতি। 

 

  • 8/13

জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষকদের নিয়ে এই স্যানিটাইজার  প্রস্তুত করা হচ্ছে।

  • 9/13

যদি স্যানিটাইজারের অভাব হয় বাজারে, যাতে স্যানিটাইজার কম না পড়ে, তার জন্যই এমন অভিনব উদ্যোগ চাঁচল মহকুমা শাসকের।

  • 10/13

এমনকী যা পরিস্থিতি তাতে বিকল্প পথে উপার্জনের পথ খুঁজে দিতে পারে হ্যান্ড স্যানিটাইজার। এমনটাই মনে করছেন তাঁরা।

  • 11/13

তাই তাদের আগ্রহ আরও খানিকটা বেশি। প্রথম দিন বেশ খানিকটা স্যানিটাইজার তৈরি করে ফেলেছেন শিক্ষকদের তত্ত্বাবধানে। যা যথেষ্ট কার্যকরী বলে মনে করছেন তাঁরা।

  • 12/13

শিক্ষকরাও ছাত্র ছাত্রীদের আগ্রহ দেখে শেখাতে বিশেষ উদ্যোগী হয়ে পড়েছেন। তবে স্যানিটাইজার প্রয়োজনীয় হলেও যথেচ্ছ ব্যবহার করার উপর সতর্ক থাকতে বলেছেন।

  • 13/13

শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে স্যানিটাইডজার তৈরি শিখছে। অনেকেরই বক্তব্য আগে বাড়িতে স্যানিটাইজার বানিয়ে যদি সাফল্য পাই, তাহলে আরও বানাতে পারবো।

Advertisement
Advertisement