সোমবারও যথারীতি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। তবে পূর্বাভাসমতো তত ভারী বৃষ্টি হয়নি। সোমবার উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় সারাদিন ছিল ঝকঝকে আকাশ। বিকেলের দিকে বহু জায়গায় বৃষ্টি হয়। তা রাত পর্যন্ত চলেয
কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে। সারা রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টি হয়েছে পাহাড়েও। ধসের আতঙ্কে রাত জেগেছেন পাহাড়ের বাসিন্দারা।
এদিন আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবারও বৃষ্টি হবে ভাল রকমই। তবে এদিন থেকে বৃষ্টিপাত খানিকটা কমবে।
আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও তেমন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে সব কটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যে চার জেলায় পাহাড় রয়েছে, সেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে পাহাড়ে ধসের সতর্কতা রয়েছে। পর্যটকদের সাবধানে ঘোরাঘুরি করতে পরামর্শ দেওয়া হয়েছে।