Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: শীতে কাঁপছে উত্তরবঙ্গ, আরও নামবে পারদ?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 06 Jan 2023,
  • Updated 8:11 PM IST
  • 1/6

হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরবঙ্গ-পাহাড়। তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা এতদিন ১১-১২তে ঘোরাফেরা করছিল। শুক্রবার তা ১০ ডিগ্রির ঘরে ঢুকেছে।

  • 2/6

শুক্রবার দিনের বেলা খানিকটা রোদ উঠলেও তাতে কোনও ঝাঁঝ ছিল না। বেলা একটু গড়াতেই কনকনে শীতে জবুথবু উত্তরবঙ্গের সাধারণ মানুষ।

  • 3/6

উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে জাঁকিয়ে শীত পড়েছে। 

  • 4/6

অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপটে কিছু দেখা যায়নি রাত থেকে সকাল পর্যন্ত। যার জেরে রোজই দুর্ঘটনা ঘটছে সড়কে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 5/6

শুক্রবার সকাল থেকে কুয়াশার দাপট এতটাই ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে যে সকালেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছিল। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তর বঙ্গের মানুষ। তারমধ্যেই পর্যটকরা ভিড় করছেন পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে।

 

  • 6/6

তবে এদিনও দার্জিলিং-সিকিমের শহরাঞ্চলে বা তার আসপাশে বরফ পড়েনি। তবে টাইগার হিল, সান্দাকফু, লাচুং, লাচেনে বরফ রয়েছে। সোনাদা, ঘুমের উঁচু অংশে খোলা আকাশে শিশির জমে বরফ হয়েছে।

Advertisement
Advertisement