আজও প্রবল শীত (Winter) রাজ্যজুড়ে। ১০-১১ ডিগ্রির মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডায় কাঁপাবে।
জেলাগুলোতেও ঠান্ডার কামড় থাকবে। শুক্রবার যা তাপমাত্রা ছিল তার কাছাকাছিই আজ ঘোরাফেরা করবে। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে। বেলা বাড়লে ঝলমলে রোদ থাকবে।
কলকাতায় আজ শনিবার তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি থাকবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যেখানে শুক্রবার ১০ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা।
আলিপুর হাওয়া অফিস এও জানিয়েছে, কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি কম।
আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়াই বহাল থাকবে। মঙ্গলবার থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়াতে এদিন জাঁকিয়ে শীত থাকবে। শনিবারও শুক্রবারের মতোই ৬.২ ডিগ্রির কাছাকাছিই থাকবে তাপমাত্রা। কালিম্পঙের থেকেও নেমে গেছে পুরুলিয়ার তাপমাত্রা।
জানুয়ারি মাসে ২০১৮ সালের পর ২০২৩ সালে কাঁপুনি দিয়ে শীত অনুভব করছে রাজ্যবাসী।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।
দার্জিলিংয়ে তাপমাত্রা ৪.৮ ডিগ্রি ও কালিম্পঙে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কোথাও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।