সিতরাংয়ের দাপট কেটে এখন ঝকঝকে আকাশ। উত্তরবঙ্গের শিলিগুড়ি তো বটেই, জলপাইগুড়ি, ডুয়ার্সের বহু জায়গা থেকে দেখা যাচ্ছে মাথা উঁচু করে থাকা পর্বতশ্রেণি।
এখন আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে কার্তিক মাসের শুরুতেই হালকা শীতের ছোঁয়া লেগে গিয়েছে। ভোরেও শিরশিরে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে।
এমনকী ভোরে ফ্যান বন্ধ করে চাদর গায়ে দিতেও হচ্ছে উত্তরবঙ্গবাসীদের। আর এমনই আবহাওয়া আপাতত নভেম্বরে তারিখ পর্যন্ত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
নভেম্বরে শীত ঢুকতে পারে, তবে তাপমাত্রা তেমন কমবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের।
বেলা বাড়লে হালকা গরম বজায় থাকবে। এদিকে, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ৩১ অক্টোবর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
দিন ও রাতের তাপমাত্রার তারতম্য অনুভূত হলেও আসলে প্রকৃত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়াবিদ মধুসূদন কর্মকার জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে প্রবল ভাবে। তখনই শীত ঢুকবে। তবে তাপমাত্রা ভালভাবে নামতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।