আপাতত শীতের পাকা মরশুম শুরু হয়ে গিয়েছে। শীত পোশাক উঠেছে উত্তরবঙ্গবাসীর গায়ে। এখন চাহিদা আরও বেশি শীতের।
রাজ্যে জারি রয়েছে পারদ পতন। গত ৫ বছরে নভেম্বর মাসের পারদ পতনের রেকর্ড ভেঙে গিয়েছে কলকাতায়। একই সঙ্গে পাল্লা দিয়ে পারদ নামছে উত্তরবঙ্গেও।
আপাতত এভাবেই পারত পতন জারি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বলে জানানো হয়েছে। যদিও উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে আগের চেয়ে তাপমাত্রা অনেকটাই নেমেছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত বাড়তে শুরু করে দিয়েছে। উত্তুরে হাওয়ার দাপটে হু হু করে নামছে তাপমাত্রার পারদ।
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে মনোরম আবহাওয়া। ঝকঝকে পরিষ্কার আকাশে প্রায় প্রতিদিনই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিঙে।
অন্যদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা পড়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরিষ্কার আকাশ থাকায় শীত অনুভূত হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই শীতের প্রভাব বাড়বে।
ডিসেম্বরের শেষদিকে রাজ্যের উত্তর দিকে অর্থাৎ দার্জিলিং-সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তা জেনে উৎসাহিত রাজ্য়বাসী।