দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত থাকলেও বড়দিনের আমেজ ফিকে হলেও উত্তরবঙ্গবাসীদের জন্য খুশির খবর দিয়েছে আবহাওয়া দফতর।
বড়দিনেই সিকিমে তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর তার জেরেই বড়দিনে উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত পড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
ডিসেম্বর শেষ হওয়ার পথে। আর কয়েক দিন পরই নতুন বছর পড়বে। কিন্তু অন্য বছরের মতো এখনও ততটা জাঁকিয়ে শীত পড়েনি দার্জিলিং-কালিম্পঙে। ফলে এ বছর শীতের আমেজ তেমনভাবে উপভোগ করতে পারছিলেন না উত্তরবঙ্গের মানুষ।
সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,কিন্তু দার্জিলিংয়ের কিছু উঁচু জায়গা বা সিকিমের উঁচু জায়গায় শনি-রবির মধ্যেই তুষারপাত হবে৷
বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নর্থ সিকিমের লাচুন,লাচেং এবং দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাত হতে পারে৷
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৬ ডিসেম্বর সোমবার সকালের শুধুমাত্র দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন থেকে পরপর চার দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।