Advertisement

পশ্চিমবঙ্গ

Christmas 2022 Weather Forecast : বড়দিনে বৃষ্টি হবে? জানুন কী বলছে হাওয়া অফিস...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2022,
  • Updated 7:07 AM IST
  • 1/8

বড়দিনে (Christmas 2022) তাপমাত্রা ঊর্ধবমুখী থাকতে পারে আগেই জনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

  • 2/8

সেই অনুযায়ী আজ কলকতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

  • 3/8

তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যাবে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই। 

আরও পড়ুন - যেন জীবন্ত ইতিহাস, বড়দিনের আগে জানুন রাজ্যের ৫ বিখ্যাত গির্জার কথা

  • 4/8

 সেক্ষেত্রে বড়দিনে এবার কনকন শীত উপভোগ থেকে বঙ্গবাসী বঞ্চিত হলেন বলাই যায়। 

  • 5/8

একইসঙ্গে দক্ষিণবঙ্গে (South Bengal) এখন থাকবে মূলত শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

  • 6/8

তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অবশ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দার্জিলিংয়ের ২-১টি জায়গায় হতে পারে হালকা বৃষ্টিপাত।

  • 7/8

আর আগামিকাল ২৬ তারিখ মালদা ও দুই দিনাপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 8/8

সেক্ষেত্রে এই সময় উত্তরবঙ্গে (North Bengal) যে সমস্ত পর্যকটরা বেড়াতে যাচ্ছেন, তাঁরা বৃষ্টির বিষয়টি মাথায় রাখতে পারেন। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement