পেট্রোল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার দুপুরে শিলিগুড়ির প্রধান কোর্টমোড়ের ডাকঘরের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বাম যুব সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে পেট্রোল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পাশাপাশি সকলকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করতে হবে বলে দাবি তোলে। একই সাথে এদিন এই বিক্ষোভে বাম যুব সংগঠনের তরফ এ ক্রিকেট ব্যাট হাতে নিয়ে পেট্রোল যে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাও তুলে ধরা হয়।
একই ইস্যুতে দার্জিলিং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন দুপুরে শিলিগুড়ির হাসমিচকে বিক্ষোভ প্রতিবাদ আয়োজন করা হয়। যুব কংগ্রেস কর্মীরা প্লাকার্ড হাতে নিয়ে রাফায়েল দুর্নীতি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান।
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার দুপুরে শিলিগুড়ির হাসমিচকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন তাঁরা। অন্যদিকে পেট্রোল সেঞ্চুরি হাঁকিয়েছে এই প্রতিবাদের কেক কেটে বিক্ষোভ প্রতিবাদ করে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস।
পেট্রোলের দাম ১০০ টাকা পার করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘুমন্ত ছবি লাগিয়ে অভিনব বিক্ষোভ দেখায় আলিপুরদুয়ার জেলা কংগ্রেসও।
সোমবার দুপুর একটায় আলিপুরদুয়ার শোভাগঞ্জের একটি পেট্রোল পাম্পে ধর্নামঞ্চ তৈরি করে বিক্ষোভ শুরু করে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের বিক্ষোভে এদিন সামিল ছিলো মহিলা কংগ্রেস,যুব কংগ্রেস, এবং ছাত্র পরিষদের কর্মীরা।
এদিন মহিলা কংগ্রেস কর্মীরা পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পেট্রোল পাম্পে থালা,বাটি বাজিয়ে প্রতিবাদ করে ৷ অন্যদিকে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মীরা পথ নাটক করে বিক্ষোভ দেখায়। আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন মোদি আর দিদির সৌজন্যে আজ আলিপুরদুয়ার জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।
করোনা সংক্রমণের জেরে মানুষের কাজ নেই ৷ মানুষ খেতে পাচ্ছে না। আর কেন্দ্র সরকার পেট্রোলের দাম সমানে বাড়িয়ে চলছে। আলিপুরদুয়ার জেলার অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। এই ভাবে পেট্রোলের দাম বাড়লে মানুষ না খেতে পেয়ে মারা যাবে।
তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোলের উপর অতিরিক্ত কর আদায় করাতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। তিনি বলেন, আমাদের পাশের রাজ্য আসামে পেট্রোলের দাম ৯৫ টাকা লিটার। অথচ আমাদের এখানে ১০০ টাকা প্রতি লিটার। তাঁদের দাবি, অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকার পেট্রোলের থেকে অতিরিক্ত কর আদায় বন্ধ করুক।
আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদির উচিত প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব থেকে পদত্যাগ করা। দেশের মানুষের এই দুর্দিনে যে ভাবে তিনি সমস্ত জিনিসের দাম বৃদ্ধি করছেন তাতে গোটা দেশের মানুষ আজ চরম বিপাকে পড়েছেন।
আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল জোট বাঁধছে। তবে রাজ্য সরকার এক লিটার পেট্রোলে কত টাকা কর নিচ্ছে তা প্রকাশ করছে না। রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করে জনসাধারণকে জানিয়ে দিক এই পেট্রোলের দাম বৃদ্ধিতে রাজ্যের ভুমিকা কি?