শনিবার থেকে নিখোঁজ শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি ওয়ার্ডেরই তিস্তা কলোনি লাগোয়া জ্যোতির্ময় কলোনিতে।
নিখোঁজ ব্যক্তির নাম অনিল রায়। তাঁর বয়স ৬২ বছর। এলাকায় নিরীহ ও নিপাট ভদ্রলোক বলে পরিচিত ওই ব্যক্তি।
তাঁর জমি রয়েছে, ফুলবাড়িতে তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেল এলাকায়। তিনি প্রায় রোজই সেখানে যেতেন।
অন্যদিনের মতো শনিবারও সকালে দিকে তিনি ক্যানেলে নিজের জমিতে যান। কিন্তু তাঁর পর থেকে তাঁর আর খোঁজ মেলেনি।
তিনি সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি ফেরেননি। বাড়ির লোক খোঁজাখুঁজি করলেও রাত হয়ে যাওয়ায় তা বেশিদূর এগোয়নি।
খবর দেওয় হয় এনজেপি থানার পুলিশকেও। পুলিশও খোঁজাখুঁজি শুরু করলেও কোনও সূত্র মেলেনি।
একই সঙ্গে রেড ভলেন্টিয়াররাও খোঁজ শুরু করেন। তাঁরাই খবর আনেন, ক্যানেলের ধারে কাছে দেখা গিয়েছিল ওই ব্যক্তিকে।
এরপর পুলিশকে জানানো হয় সম্ভবত জলে ডুবে গিয়েছে ওই ব্যক্তি। তাই তাঁকে খুঁজতে ডুবুরি নামানো হোক।
পুলিশকে বারবার বলা হলেও ডুবুরির জোগাড় হয়নি বলে অভিযোগ। শেষমেষ রেড ভলেন্টিয়াররাই খোঁজাখুঁজি করা শুরু করে।
তাঁরাই নদীতে নেমে তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতিতে দেহটি শেষমেষ তুলে দেন রেড ভলান্টিয়াররা। এবং এলাকার বিদায়ী কাউন্সিলর তাপস চ্যাটার্জিও উপস্থিত ছিলেন।