Advertisement

উত্তরবঙ্গ

শিলিগুড়িতে ভার্চুয়াল ফুল দিবসে ফুলের সাজে শিশুরা

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 15 May 2021,
  • Updated 6:38 PM IST
  • 1/15

লক ডাউনে শিশু মনে অভিনবত্ব এনে দিতে ফের শিলিগুড়িতে নানা রকম অনুষ্ঠানে মেতে উঠল স্কুল ছাত্র ছাত্রীরা।

  • 2/15

প্রতিটি ফুল প্রকৃতিতে একটি প্রস্ফুটিত আত্মা। এই বার্তা ও স্লোগান তুলে শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
 

  • 3/15

শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ার একটি স্কুলে নার্সারির ছাত্রছাত্রীদের জন‍্য ভার্চুয়াল ফুল দিবস উদযাপিত হয়।

  • 4/15

এই অনুষ্ঠানে শিক্ষিকারা বাচ্চাদের নানান ফুলের সঙ্গে শিশুদের পরিচিত করে।

  • 5/15

বিভিন্ন ফুলের নাম, রঙ,গন্ধ ও উপকারিতা তাদের জানানো হয়।

  • 6/15

সূর্যমুখী, পদ্ম, গোলাপ, হাস্নুহানা, টগর, কদম সহ একাধিক ঋতুর ফুল সম্পর্কে অবহিত করা হয় তাদের।
 

  • 7/15

অনলাইন অনুষ্ঠানে বেশ কিছু শিশুরা অভিনব ফুলের পোশাকে সেজে  অংশগ্রহণ করেছিল, যেমন সূর্যমূখী, গোলাপ। নানান ফুলের আদলে গো অ্যাজ ইউ লাইক ভার্চুয়াল অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রা যোগ করে।

  • 8/15

কীভাবে একটি পেপার কাপ এবং চার্ট পেপার দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করা যায় তা শিশুদের শেখানো হয়েছে।

  • 9/15

অনুষ্ঠানের শেষে সমবেত নৃত্যে সকল শিক্ষিকা ও শিশুরা আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছিল।

  • 10/15

গোটা অনুষ্ঠানটিকে মজার পাশাপাশি সহজেই হাতে কলমে শিক্ষা লাভ করে বাচ্চারা। 

  • 11/15

স্কুলের কর্ণধার সন্দীপ ঘোষাল জানিয়েছেন, এমন উদ্যোগ আমরা প্রায়ই নিয়ে থাকি। 

  • 12/15

এমনিতেই প্রায় এক বছরের বেশি সময় ধরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তা বলে পড়াশোনা তো বন্ধ রাখা যাবে না।

  • 13/15

তাই বাচ্চাদের শিক্ষার পাশাপাশি একঘেঁয়েমি থেকে মুক্তি দিতে নানা রকম উপায় বের করতে থাকেন শিক্ষক শিক্ষিকারা।

  • 14/15

নইলে এই পরিস্থিতিতে বোরডমের কবলে পড়তে হবে তাঁদের। তা যাতে না হয়, তাই এই ধরণের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে শিক্ষার বন্দোবস্ত করা হয়েছে।

  • 15/15

শিশুরাও এমন উদ্যোগ উপভোগ করেন। শিশুদের বাবা মায়েরাও সহজে তাদের এভাবে গাছ, ফুল, পাখি চেনানোর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারেন।

Advertisement
Advertisement