মালদায় বসেই দেশের জন্য দুশ্চিন্তায় কাবুলিওয়ালারা। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছেন তাঁরা। এখন এটাই তাঁদের ঘর-বাড়ি। তবু মন এখন দেশে।
আফগানিস্তানের বাসিন্দা গুলাব খান। মালদা শহরের বিবি গ্রামে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। একা নন আছেন অনেকেই।
অনেক ছোট বয়সে আত্মীয়-স্বজনের হাত ধরে ভারতে আসেন পারিবারিক তেজারতির ব্যবসা মালদায় শুরু করেন। যাকে সহজ ভাষায় বাঙালিরা কাবুলিওয়ালা বলে চেনে।
বর্তমান আফগানিস্তানের পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন। তার প্রচুর আত্মীয়-স্বজন সেখানে রয়েছেন। তার মুখ থেকেই শোনা গেল আফগানিস্তানে তালিবানদের অত্যাচারের ঘটনা।
এর জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে তিনি মূল পাকিস্তানকে দায়ী করেছেন। আমেরিকা রাশিয়া ও পাকিস্তানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তালিবানদের অত্যাচারে ধ্বংস হয়ে যাচ্ছে আফগানিস্তানের বাসিন্দা ওসেখানকার সংস্কৃতি।
ভারতবর্ষের মানুষ অনেক ভালো। ভারতীয়দের সাথে আফগানিদের বরাবরই ভাল সম্পর্ক। এই সময় অসহায় আফগানিদের পাশে যাতে ভারত সরকার থাকে তিনি আবেদন করেছেন।