Advertisement

উত্তরবঙ্গ

হরিয়ানার ট্রাকে অসম থেকে কলকাতায় কাঠ পাচারে ধৃত রাজস্থানের যুবক

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 09 Aug 2021,
  • Updated 4:09 PM IST
  • 1/9

শিলিগুড়িতে কাঠ পাচারে ধৃত এক। ধৃত রাজস্থানের বাসিন্দা। ট্রাকের নম্বর হরিয়ানার। ফলে কাঠ পাচার চক্র ধরতে গিয়ে অবাক পুলিশ।

  • 2/9

কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তা খুঁজে পেতে বেশ খানিকটা বেগ পেতে হবে বলে মনে করছেন শিলিগুড়ি পুলিশ। আপাতত ধৃতকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হচ্ছে।

  • 3/9

ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল পুলিশ। এরপরই এই জটিল কাঠচুরির আবর্ত সামনে আসে। যা নিয়ে চিন্তায় তারা।

  • 4/9

রবিবার রাতে গোপনসূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াকালি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ।

  • 5/9

অভিযানে এক ট্রাক ভর্তি চোরাই সেগুন কাঠ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাহিল খান।

  • 6/9

সে রাজস্থানের বাসিন্দা। এদিন পাচারের সময় সন্দেহজনক মনে হওয়ায় হরিয়ানা নম্বরের একটি ট্রাককে জটিয়াখালি এলাকায় পিছু ধাওয়া করে আটক করে পুলিশ।

  • 7/9

গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫৬০ সিএফটি সেগুন কাঠ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। বিপুল পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয়।

  • 8/9

অসম থেকে অবৈধভাবে চোরাই কাঠগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। কলকাতার কোথায় পাচার করা হতো, তা জানার চেষ্টা করছে পুলিশ।

  • 9/9

ওই কাঠ পাচার চক্রটি পুলিশের চোখে ধুলো দিতে দীর্ঘদিন ধরেই গাড়ির নম্বর প্লেটে কালি লাগিয়ে ওই কারবার চালাচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
Advertisement