Advertisement

দক্ষিণবঙ্গ

১৭ ঘণ্টা পরে হদিশ মিলল ঝাড়গ্রামের চিতাবাঘের! পার্কেই ছিল লুকিয়ে

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2021,
  • Updated 11:23 AM IST
  • 1/8

১৭  ঘণ্টা পরে হদিশ মিলল ঝাড়গ্রামে খাঁচা ভেঙে পালানো চিতাবাঘের। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হলেও হদিশ না মেলায় বাড়ছিল আতঙ্ক। শেষে সেই পার্কের মধ্যেই দেখা যায় চিতাবাঘটিকে(সব ছবি প্রতীকী) (সব তথ্য-দেবেন তেওয়ারি)

  • 2/8

সকাল বেলা চিড়িয়াখানার রাস্তার দিকে বিভিন্ন বন কমিটির লোককে পাহারার জন্য দাঁড় করানো হয়। তবে চিতাবাঘটির অবস্থান নিয়ে প্রথমে ধন্দে ছিল বন বিভাগ।
 

  • 3/8

বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখছে বন বিভাগের আধিকারিকরা। পার্কের ভিতর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।  অনির্দিষ্ট কালের জন্য পার্ক বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে। 
 

  • 4/8

 প্রথমে মনে করা হচ্ছিল পার্কের পেছন দিয়ে বাইরে পালিয়ে গেছে। পরে দেখা যায় পার্কের মধ্যেই লুকিয়ে ছিল বাঘটি।

  • 5/8

 দিনের আলোয় গোটা পার্ক চত্ত্বর আরো ভালো করে খোঁজা শুরু হয়। গোটা ঘটনার জন্য ডিএফও এবং  বনদফতরের কর্মীদের কেই দায়ী করা হচ্ছে। 
 

  • 6/8

কারন দীর্ঘ দিন ধরে কাজ করা পার্কের কর্মীদের সাথে বহু দিন ধরেই সমস্যা চলছে। কর্মী নিয়োগ থেকে শুরু করে পার্কের কাজ সব কিছুতেই চুড়ান্ত অব্যবস্থার অভিযোগ। 

  • 7/8

আর যার ফলে রক্ষনাবেক্ষনে ঘাটতি দেখা দিয়েছে। তার ফল স্বরুপ এই ঘটনা। বাঘটাকে দ্রুত খুঁজে না পাওয়ায় বাঘ ও মানুষ উভয় এরই ক্ষতির আশঙ্কা বাড়ছিল। 

  • 8/8

ডিএফওর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। বাঘের পায়ের ছাপ দেখে লোকেশন চিহ্নিত করারও চেষ্টা চলছিল।
 

Advertisement
Advertisement