Advertisement

দক্ষিণবঙ্গ

Cyclone Update: প্রবল শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়, কবে শুরু হতে পারে দুর্যোগ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Oct 2022,
  • Updated 8:42 AM IST
  • 1/10

Cyclone Update: কালীপুজোর আগেই দুসংবাদ। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই ঘূর্ণাবর্তটি ক্রমেই একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। 

  • 2/10

হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ। সেখান থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সেখান থেকে অতি গভীর নিম্নচাপে রূপ নেবে।

  • 3/10

অতি গভীর নিম্নচাপ থেকে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • 4/10

কিন্তু এর প্রভাব কতটা থাকবে কিংবা কোথায় এর ল্যান্ডফল হবে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আবহাওয়া দফতর।
 

  • 5/10

২১ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর নাম দেওয়া হয়েছে Sitrang।

  • 6/10

অনুমান করা হচ্ছে,আগামী ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও একদিন স্থলভাগে ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়টি।

  • 7/10

ইতিমধ্যে সাইক্লোনের জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। বাংলাতেও নেওয়া হচ্ছে সতর্কতা।

  • 8/10

মৎস্যজীবীদের ২৩ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কালীপুজোর প্যান্ডেলও শক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। 

  • 9/10

অন্ধপ্রদেশ, ওড়িশা, বাংলা কিংবা বাংলাদেশের উপকূলবর্তী কোনও একটি এলাকার মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

  • 10/10

এর জেরে কালীপুজোতে আদৌ আবহাওয়া ভালো থাকবে না। হাওয়া অফিস জানিয়েছে, কালীপুজোর আবহাওয়া সম্পর্কে ২-১ দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।
 

Advertisement
Advertisement