Cyclone Update: কালীপুজোর আগেই দুসংবাদ। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এই ঘূর্ণাবর্তটি ক্রমেই একটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে, ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ। সেখান থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সেখান থেকে অতি গভীর নিম্নচাপে রূপ নেবে।
অতি গভীর নিম্নচাপ থেকে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
কিন্তু এর প্রভাব কতটা থাকবে কিংবা কোথায় এর ল্যান্ডফল হবে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি আবহাওয়া দফতর।
২১ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর নাম দেওয়া হয়েছে Sitrang।
অনুমান করা হচ্ছে,আগামী ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও একদিন স্থলভাগে ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়টি।
ইতিমধ্যে সাইক্লোনের জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে। বাংলাতেও নেওয়া হচ্ছে সতর্কতা।
মৎস্যজীবীদের ২৩ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কালীপুজোর প্যান্ডেলও শক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
অন্ধপ্রদেশ, ওড়িশা, বাংলা কিংবা বাংলাদেশের উপকূলবর্তী কোনও একটি এলাকার মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর জেরে কালীপুজোতে আদৌ আবহাওয়া ভালো থাকবে না। হাওয়া অফিস জানিয়েছে, কালীপুজোর আবহাওয়া সম্পর্কে ২-১ দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।