Advertisement

পশ্চিমবঙ্গ

Super Cyclone On Kali Puja 2022 : ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী সপ্তাহে, কোন জেলায় কেমন বৃষ্টি?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 20 Oct 2022,
  • Updated 5:30 PM IST
  • 1/6

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) সৃষ্টি হয়েছে নিম্নচাপ (Low Pressure), যা ২৪ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

  • 2/6

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। 

  • 3/6

এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২২ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হবে। 

  • 4/6

এরপর ২৩ নাগাদ সেটি পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। ২৪ তারিখ নাগাদ তা ঘূর্ণিঘড়ে (Cyclone) পরিণত হবে। ২৫ তারিখ নাগাদ সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে আসবে। তবে তখনও সেটি সমুদ্রেই থাকবে।

আরও পড়ুনঘুমিয়েও হু হু করে কমতে পারে ওজন, শুধু মানতে হবে এই ৩ নিয়ম

 

  • 5/6

এর ফলে ২৪ ও ২৫ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 6/6

তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিরই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement