বাড়ির মধ্যেই ফোঁস ফোঁস শব্দ। বিষধরদের আনাগোনা যে শুরু হয়েছে তা টের পেয়েছিলেন সকলে। কিন্তু এতোগুলো সাপ যে থাকবে তা কেউই বুঝতে পারেননি। (ছবি প্রতীকী)
শুক্রবার সকালে আমডাঙা থানার অন্তর্গত কামদেবপুর মিলন বিথি ক্লাবের এলাকা থেকে বেশ কয়েকটি সাপ উদ্ধার করা হয়।
গত কয়েকদিন ধরে কেউটে সাপের উৎপাত লক্ষ্য করেন গ্রামবাসীরা। এদিন সকালেও সাপের দেখা মেলে।
"প্রাণ প্রহরী" নামে পরিবেশ প্রেমী সংগঠনের তরফে এই সাপগুলি উদ্ধার হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই স্বেচ্ছাসেবী সংস্থার চেষ্টায় উদ্ধার হয় দুটি প্রাপ্তবয়স্ক কেউটে সাপ, ১৬ টি সাপের ডিম সহ দুটি কেউটে সাপের বাচ্চাও। (ছবি প্রতীকী)
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের মধ্যে দিনে দুপুরে বিষধর সাপ উদ্ধারে আতঙ্কিত গ্রামবাসীরা। (ছবি প্রতীকী)
প্রাণ প্রহরীর সদস্য সন্দীপ মল্লিক জানান সবগুলোকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে। (ছবি প্রতীকী)