Advertisement

দক্ষিণবঙ্গ

কেতুগ্রামে বোমায় উড়ল বাড়ি, কোথা থেকে বোমা তদন্তে পুলিশ

সুজাতা মেহরা
  • বর্ধমান,
  • 09 Jul 2021,
  • Updated 4:32 PM IST
  • 1/10

পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর গ্রাম ভোররাতে বিকট আওয়াজে কেঁপে ওঠে। বোমা বিস্ফোরণে সম্পূর্ণ মাটির বাড়িটাই ধূলিসাৎ হয়ে যায়। উড়ে যায় এডবেস্টর এর ছাদ। দুটি  ঘর ও বারান্দা সমেত গোটা বাড়ি মাটিতে মিশে যায়। 

  • 2/10

ঘটনায় ঘরের মধ্যে দেয়াল চাপা পড়ে যায় স্বামী, স্ত্রী ও ছেলে। আওয়াজ শুনে স্থানীয় লোকজন তাদের তড়িঘড়ি স্তুপের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

  • 3/10

স্থানীয় মানুষজন জানান, তারা রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পান  জামরুল মল্লিকের বাড়ি থেকে। এরপরই ছুটে যান জামরুল মল্লিকের বাড়ি।

  • 4/10

দেখেন তাঁর বসতবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি কারণে কারা এই বোমা ফেলল, তা নিয়ে এদিন পর্যন্ত কোনও তথ্য় পাওয়া যায়নি।

  • 5/10

এই ঘটনায় বাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। বাড়ির মালিক জামরুল মল্লিক, স্ত্রী মাজেদা বিবি, ছেলে লালচাঁদ মল্লিক।

  • 6/10

আহতদের উদ্ধার করে গ্রামবাসীরাই চিকিৎসকেন্দ্রে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পরে বাবা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয় ৩ জনকেই।

  • 7/10

পুলিশ প্রাথমিকভাবে জামরুল মল্লিক ও লালচাঁদকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বানেশ্বরপুর গ্রামে।

  • 8/10

তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতেই মজুত বোমায় বিস্ফোরণ হয়েছে। পাশের ডাব গাছের পাতায় বোমার সুতলি দড়ি আটকে  থাকতে দেখা গিয়েছে।

  • 9/10

যদিও পরিবারের লোকজনের অবশ্য দাবি, তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে। খবর দেওয়া হয়েছে বম স্কোয়াড কে। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে ।

  • 10/10

এর আগে ৬ জুলাই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আমগরিয়ার  বোমা বিস্ফোরণে অষ্টম হাজরা নামে বয়স 28 এর এক যুবকের হাতের সামনের অংশ উড়ে যায়। ৫ জুলাই ভাতারের মাহাতা গ্রামে বোমা বাঁধার সময় হাতেনাতে ধরা পরে গ্রামেরই বাসিন্দা জগন্নাথ ঘোষ।

Advertisement
Advertisement