Advertisement

দক্ষিণবঙ্গ

Rain Update: সক্রিয় নিম্নচাপ, কালীপুজোর দিনই ভারী বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Oct 2022,
  • Updated 6:50 AM IST
  • 1/9

Rain Update: কালীপুজোতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তুমুল বৃষ্টি হতে পারে।

  • 2/9

বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। রবিবারের আগেই সেটি অতি গভীর নিম্নচাপে তৈরি হতে পারে।

  • 3/9

মঙ্গলবারদিন নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 4/9

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের কোনও আভাস নেই। কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে।

  • 5/9

আগামী সোমবার অর্থাৎ কালীপুজোর দিনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 6/9

মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। 

  • 7/9

রবিবার থেকে সমুদ্রও উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের ২২ তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। ২৩ তারিখ থেকে সমুদ্রে যাওয়া নিষিদ্ধ।

  • 8/9

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
 

  • 9/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement