Weather Update: আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ কোনও পার্থক্য হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
কখনও রোদ, আবার কখনও মেঘলা আকাশ। এমনটাই কিছু দিন ধরে থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
নতুন করে গোটা রাজ্যে কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস আর নেই। নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের সতর্কতাও আর নেই দক্ষিণবঙ্গে।
শেষ ঘূর্ণিঝড়ের পরেই একলাফে অনেকটা নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ভোরের দিকে ঠান্ডা অনুভব করছেন অনেকে।
ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া থাকলেও বেলার দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। বাড়বে রোদের দাপটও।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে। ৩১ তারিখের পরে কিছুটা আবহাওয়ায় পরিবর্তন হতে পারে।