Advertisement

উত্তরবঙ্গ

Darjeeling Winter Cold: দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে, কনকনে ঠান্ডায় শীত ফিরল শৈলশহরে

Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 01 Mar 2024,
  • Updated 8:38 PM IST
  • 1/8

শীত বিদায়ের পর ফের হাড়হিম ঠান্ডা ফিরল দার্জিলিংয়ে। শুক্রবার দার্জিলিংয়ে মাসের শীতলতম দিন। শীত ফিরে এসেছে জাঁকিয়ে। এদিন দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে যায়। ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪ ডিগ্রি।

  • 2/8

গত ২ দিন থেকে দার্জিলিং পাহাড়ে তাপমাত্রা অনেক নীচে নেমে গিয়েছে। আজ শুক্রবার পাহাড়ে শীত, মরশুমের মতো আবার ফিরে এসেছে। সকালে শহরে সামান্য বৃষ্টিপাতও হয়েছে।

  • 3/8

আজ দিনের তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি এবং কিছু অংশ কুয়াশায় ঢাকা এবং সকালের তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি।

  • 4/8

মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে পাহাড়ে শীতের শেষ হয়ে উষ্ণ দিন শুরু হয়ে যায়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ২ মাসের শীতকালীন ছুটির পরে পাহাড়ে ফের স্কুলগুলি খুলে যাচ্ছে।

  • 5/8

দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকলেও সকাল এবং রাতে ব্যাপক ঠান্ডা পড়ে। পাহাড়ের দৃশ্যও ও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গিয়েছে। এবার টাইগার হিলে তুষারপাত বা শিলাবৃষ্টি হয়নি। সান্দাকফুতে তুষারপাত হয়েছিল শেষবার ২৬ জানুয়ারি।

  • 6/8

এদিন শীতের মতো বাতাসের ঝাপটাও শীতের মতো পিক উইন্টারের মতো ছিল। জোলো বাতাসে ছিল তুষারপাতের মতো কামড়। যা পর্যটকদের চমকে দিয়েছে।

  • 7/8

কলকাতার একদল পর্যটক জানান, তাঁরা প্রতি বছর ফেব্রুয়ারির শেষ দিকে দার্জিলিংয়ে আসেন এবং পড়ন্ত শীতের মরশুম উপভোগ করেন। কিন্তু এবার তাঁরা জাঁকিয়ে শীত পেয়েছেন, যা বিরল। এ বছর মার্চ পড়ে গেলেও জানুয়ারির মতো খুব ঠান্ডা লাগছে।

 

  • 8/8

পর্যটকদের এদিন আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখতে দেখা যাচ্ছে। গরম জল, কফি আর উষ্ণতার খোঁজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বহিরাগতদের। স্থানীয়রাও কাঁপছেন ঠান্ডায়। এক পোশাক বিক্রেতা জানান, প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে গরম কাপড় সরিয়ে দেওয়া হয় এবং হালকা পোশাক আনা হয়। কিন্তু এবার আবার গরম কাপড় ফিরিয়ে আনতে হল।

Advertisement
Advertisement