Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Weather: আজ বিকেলেই হঠাত বদলে যেতে পারে আবহাওয়া! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Mar 2024,
  • Updated 7:05 AM IST
  • 1/10

হঠাতই বদলে যেতে পারে আবহাওয়া। এমনটাই বলছে পূর্বাভাস। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 2/10

বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 3/10

ফেব্রুয়ারির শেষ থেকেই মোটামুটি বিদায় নিয়েছে শীত। মার্চের শুরুতেই পাখা বন্ধ করলেই রীতিমতো ঘামছেন দক্ষিণবঙ্গবাসী। 

  • 4/10

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আগামী কয়েকদিনেও তার খুব একটা বদল হবে না। 

  • 5/10

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 6/10

 শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। 

  • 7/10

আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তবে খুব দ্রুত কোনও হেরফের হবে না।

  • 8/10

 তবে বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

  • 9/10

বাতাসে আর্দ্রতা বাড়লে সেক্ষেত্রে আরও বেশি অস্বস্তি, গরমের অনুভূতি বৃদ্ধি পাবে। 

  • 10/10

অন্যদিকে শৈল্যশহর দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। 

Advertisement
Advertisement