Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast : আজ এই জেলাগুলিতে হতে পারে বৃষ্টি, কনকনে ঠান্ডা কবে?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2021,
  • Updated 7:45 AM IST
  • 1/7

কবে পড়বে কনকনে ঠান্ডা? এখন এই প্রশ্নই বারেবারে ঘুরপাক খাচ্ছে শীতপ্রেমীদের মনে। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Westher Office) জানাচ্ছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে। 

  • 2/7

এক্ষেত্রে বুধবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর সপ্তাহের শেষে ১৮ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 

  • 3/7

পাশাপাশি বেশকিছু জেলাতেও অনুভূত হতে পারে বেশ শীত। তবে জাঁকিয়ে শীত পেতে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে বলে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 4/7

আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। 

  • 5/7

তবে এদিন কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে।

  • 6/7

একইসঙ্গে এদিন হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। 

  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Advertisement
Advertisement