Advertisement

পশ্চিমবঙ্গ

Bhai Fota : জ্বালানির চড়া দাম, প্রতিবাদে সাইকেলে চেপে ফোঁটা নিতে গেলেন ভাই!

Aajtak Bangla
  • বর্ধমান,
  • 06 Nov 2021,
  • Updated 11:02 PM IST
  • 1/14

Bhai Fota: গত কয়েকদিনে জ্বালানির দাম চড়চড় করে বেড়েই চলেছিল। তবে মাঝে একটু লাগাম পড়েছে।

  • 2/14

কারণ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে কর আংশিক প্রত্যাহার করার। 

  • 3/14

আর তার ফলে পেট্রোল পাঁচ টাকা আর ডিজেল দশ টাকা সস্তা হয়েছে।

  • 4/14

তবে সেই কমানো কিছুই না। বলছেন মানুষ। কারণ ইতিমধ্যে জ্বালানির দাম কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় ১০০ টাকা পেরিয়েছে। 

  • 5/14

আর জ্বালানির দাম বেড়ে চলায় ভাইফোঁটায় অভিনব প্রতিবাদে নামলেন বর্ধমানের এক যুবক।

  • 6/14

ফোঁটা নিতে ৬০ কিলোমিটার পথ পেরোলেন সাইকেলে চেপে।

  • 7/14

পেট্রোল-ডিজেলের দাম হাতের বাইরে। এর জন্য বোনের বাড়িতে ফোঁটা নিতে গেলেন সাইকেলে চেপে গেলেন।

  • 8/14

৩০ কিলোমিটার গেলেন এবং ৩০ কিলোমিটার এলেন। 

  • 9/14

এভাবেই প্রতিবাদ জানালেন তিনি। তাঁর নাম সন্দীপন সরকার। মেমারির পাল্লা রোড থেকে যাত্রা শুরু হয়েছিল তাঁর।

  • 10/14

গন্তব্য ছিল জামালপুরের ইসলামপুর। যাতায়াতের একটা বড় সময় চলে গেল। সাইকেলে। কারণ ৬০ কিলোমিটার সাইকেল পার করা চাট্টিখানি কথা নয়। 

  • 11/14

তবে এ সব করেই তিনি বোনের কাছে পৌঁছলেন। বোন তাঁকে ফোঁটা দিলেন। বোনের নাম আলোলিকা ঘোষ

  • 12/14

এসএমএসে জেনে নিন জ্বালানির দাম
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে। নিজের শহরের আরএসপি কোড জানতে এখানে ক্লিক করুন।

  • 13/14

পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price ) চড়া হওয়ায় লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, কেন্দ্র মানুষের ওপর চাপ বাড়িয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। মানুষের কথা ভাবছে না কেন্দ্র।

  • 14/14

মানুষের প্রবল সমস্যা
জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়েই চলেছে। আর এর জেরে নাজেহাল মানুষ। কারণ জ্বালানির দাম (Petrol-Diesel Price) বেড়ে যাওয়ায় পরিবহণ খরচ বেড়েছে। আর জিনিসপত্রের দামে প্রভাব পড়েছে। ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন বাস-মিনিবাস মালিকরাও।

Advertisement
Advertisement