Birsa Munda Birthday Celebration: লোকসভা ভোটকে পাখির চোখ করে গরম ডিমভাতে চা-বলয়ের আদিবাসী ভোট ব্যাঙ্কের মনজয় করতে উদ্যোগ নিলো রাজ্যের শাসকদল। আদিবাসী সমাজের আবেগ বীর বিরসা মুন্ডা (Birsa Munda)-র জন্মদিনকে সামনে রেখে একসঙ্গে আট হাজার মানুষের ডিমভাতের ব্যবস্থা করেছে তৃণমূল (TMC)-এর জেলা নেতৃত্ব।
সোমবার আদিবাসী সমাজের আবেগ বীর বিরসা মুণ্ডা (Birsa Munda)-র জন্মজয়ন্তী। বিরসা মুন্ডা (Birsa Munda)-র আবেগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটে আদিবাসী চা শ্রমিকদের দলে টানার লক্ষ্যে ঝাঁপাচ্ছে ঘাসফুল শিবির (প্রতীকী ছবি)
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, চা-বাগানগুলি থেকে প্রায় আট হাজার শ্রমিক জেলা শহরে আসবে। সোমবার এই বিপুল সংখ্যক চা শ্রমিকদের দুপুরে খাবারেরও ব্যবস্থা রাখছে তৃণমূল নেতৃত্ব। সেজন্য রবিবার সন্ধে থেকেই শহরের একটি বেসরকারি ভবনে এলাহি রান্নার আয়োজন শুরু করা হয়।
রবিবার সারা রাত শ্রমিকদের জন্য রান্না হবে। জেলার দূর দূরান্ত চা-বাগানগুলি থেকে আসা শ্রমিকদের দুপুরের মেনুতে থাকছে সাদা ভাত, সোয়াবিনের তরকারি ও ডিমের কারি।
বিরসা মুণ্ডা (Birsa Munda)-র মুর্তি উন্মোচনের পর শহরের প্যারেড গ্রাউণ্ড মাঠে বসিয়ে শ্রমিকদের খাওয়ানো হবে। শ্রমিকদের সঙ্গে দলের নেতারাও মাঠে বসে ভাত খাবেন। তার জন্য ওই মাঠে ১৭টি খাবারের কাউন্টার খোলা হচ্ছে। বুফে সিস্টেমে শ্রমিক ও শাসক দলের সর্বস্তরের নেতানেত্রীরা একসঙ্গে কাউন্টার থেকে খাবারের প্যাকেট নিয়ে মাঠে বসে খাবেন (প্রতীকী ছবি)
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, সকাল সাড়ে ১০টার মধ্যে বিভিন্ন চা-বাগান থেকে শ্রমিকরা বাস ও লরি করে প্যারেড গ্রাউণ্ড মাঠে এসে জড়ো হবে। সেখান থেকে গোটা শহর জুড়ে ধামসা মাদল বাদ্যের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শ্রমিকরা স্থানীয় পুরসভা অফিসের পাশে মুর্তি উন্মোচনের অনুষ্ঠানস্থলে পৌঁছাবে।
মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক ও তৃণমূলের জেলা কমিটির সর্বস্তরের জেলা নেতা কর্মী সমর্থকরা (প্রতীকী ছবি)
দুপুরে জেলা সদরের পর সোমবার সন্ধ্যায় কুমারগ্রামের নিউল্যাণ্ডস চা বাগানেও বিরসা মুণ্ডার আরও একটি আবক্ষ মুর্তি উন্মোচন হবে। দু’টি মুর্তি তৈরির খরচ যোগানে হয়েছে দলীয় তহবিল থেকেই।
নিউল্যাণ্ডস চা বাগানে এই উপলক্ষ্যে সোমবার রাতভর বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউল্যাণ্ডসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের জন্য ঝাড়খণ্ড থেকে আদিবাসীদের একটি ব্যাণ্ডও আনা হয়েছে।
লোকসভা ভোটে আলিপুরদুয়ারে তৃণমূল প্রায় আড়াই লক্ষ ভোটে হেরেছে। বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূল ফের ক্ষমতায় এলেও আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভার সব ক’টিতেই হেরেছে তৃণমূল।
চা-শ্রমিকদের ভোটব্যাঙ্ক টানতে ব্যর্থ হয়েছে তৃণমূল। তাই ২০২৪ সালের লোকসভা ভোটে চা শ্রমিকদের দলে টানতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর দল (প্রতীকী ছবি)
আর তার জন্যই আদিবাসীদের আবেগ বিরসা মুণ্ডা (Birsa Munda)-র জন্মজয়ন্তীকে কাজে লাগাচ্ছে তৃণমূল। এমনটাই মনে করছে জেলার বিরোধীরা। যদিও তৃণমূলের জেলা সভাপতি বলেন, বীর বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন (Birsa Munda Birthday Celebration)-এর সঙ্গে দলের ও রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডা (Birsa Munda)-কে শ্রদ্ধা ও স্মরণ করার অনুষ্ঠান।