Advertisement

পশ্চিমবঙ্গ

Baruipur Blast : বারুইপুরে রেল কারখানায় বিস্ফোরণ! জখম ১৫, এলাকায় চাঞ্চল্য

প্রসেনজিৎ সাহা
  • বারুইপুর,
  • 13 Sep 2021,
  • Updated 7:33 PM IST
  • 1/15

বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকেলে ঘটনা।

  • 2/15

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় রয়েছে রেলের যন্ত্রাংশ তৈরির ওই কারখানা।  ওই কারখানার নাম বেসকো (BESCO)।

  • 3/15

এদিন হটাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কারখানার ১৫ জন শ্রমিক কমবেশি জখম হন।

  • 4/15

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা তদন্ত শুরু করেছে।

  • 5/15

অন্যদিকে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

  • 6/15

এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

  • 7/15

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেল তিনটে নাগাদ আচমকাই ফার্নেসে বিস্ফোরণ ঘটে।

  • 8/15

কারখানার কর্মচারীদের দাবি, ফার্নেসে তখন কাজ চলছিল। আচমকাই ফার্নেসের গ্যাস নির্গমনের পথ বন্ধ হয়ে গেলে বিস্ফোরণ ঘটে।

  • 9/15

সঙ্গে সঙ্গেই কারখানার অন্যান্য শ্রমিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কারখানায় যাতে আগুন অন্যদিকে ছড়িয়ে না পড়ে সে কারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তাঁরা।

  • 10/15

পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। খবর দেওয়া হয় দমকলকেও।

  • 11/15

সেখানকার এক কর্মী লক্ষ্মণ সাউ জানান, অনেকের মাথায় চোট লেগেছে। এমন ঘটনা আগেও দেখেছেন। রোজই তো কাজ করেন সেখানে।

  • 12/15

সুনীল মাঝি নামে আর এক কর্মী জানান, ফার্নেসের ছাদ ভেঙে যায়। অনেকে পালাতে গিয়ে লেগেছে। দুরুতর জখম হয়েছেন ৩ জন।

  • 13/15

বিস্ফোরণের ফলে এলাকা কেঁপে ওঠে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সে সময় সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। ভয়ে ছোটাছুটি শুরু করেন তাঁরা। আর সেই কারণেও অনেকে আহত হয়েছেন।

  • 14/15

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী হয়েছিল, তা দেখা হচ্ছে। সেখানকার কর্মী, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

  • 15/15

কারও কোনও গাফিলতি রয়েছে কিনা দেখা হচ্ছে। এই ঘটনার জেরে এদিন সেখানে কাজে বিশাল প্রভাব পড়ে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement