Advertisement

পশ্চিমবঙ্গ

Cyclone Asani Update : এখন কোথায় ঘূর্ণিঝড় অশনি? প্রভাব পড়বে এই জেলাগুলিতে

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 08 May 2022,
  • Updated 6:07 PM IST
  • 1/7

বর্তমানে বিশাখাপত্তনম থেকে দক্ষিণ পূর্ব দিকে ৯৪০ কিলোমিটার ও পুরী থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ১,০০০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani Update)।

  • 2/7

এটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় আরও ঘণীভূত হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

  • 3/7

হাওয়া অফিস আরও জানাচ্ছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে ১০ তারিখ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। তারপর সেখান থেকে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগোবে এবং ওড়িশা উপকূল-উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে থাকবে। 

আরও পড়ুনমিমের মাধ্যমে সারা বিশ্বে নাম ছড়িয়েছিল এই তরুণীর, বাড়ির কাছেই উদ্ধার দেহ

  • 4/7

এদিকে এর ফলে আগামী ১০ থেকে ১২ তারিখ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • 5/7

তারমধ্যে ১১ ও ১২ তারিখ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

  • 6/7

অন্যদিকে এই পরিস্থিতিতে আগামী ১০ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন, তাঁদেরও ৯ তারিখ বিকেল-সন্ধ্যার মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • 7/7

পাশাপাশি এই সময়টায় সমুদ্র উপকূলবর্তী জায়গায় পর্যটকদের গতিবিধিও নিয়ন্ত্রণ করার কথা বলছে আবহাওয়া দফতর।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement