Cyclone Asani Update: শক্তি হারাল প্রবল ঘূর্ণিঝড় 'অশনি'। সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলায়। রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টিপাত। কলকাতাতেও বৃষ্টি হয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় 'অশনি' গত ০৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল।
এটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ১১ মে ভারতীয় সময়ে ভোর আড়াইটেয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
বুধবার সকালের খবর, এখন ১৫.৬° উত্তর অক্ষাংশ এবং ৮১.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অঞ্চল রয়েছে। সেটা মাছিলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর থেকে প্রায় ৬০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পূর্বে, কাকিনাডা (অন্ধ্রপ্রদেশ)-এর ১৮০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ)-এর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, গোপালপুর (ওড়িশা)-এর দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার এবং পুরী (ওড়িশা)-র থেকে ৬৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে।
এটা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তারপর এটা ধীরে ধীরে উত্তর, উত্তর-পূর্ব দিকে আসার সম্ভাবনা রয়েছে।
মছিলিপত্তনম, নরসাপুর, ইয়ানাম, কাকিনাডা, টুনি এবং বিশাখাপত্তনম উপকূল বরাবর অগ্রসর হবে এবং আজ, বুধবার সন্ধে নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে।
এরপর এটা উত্তর-পূর্ব দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ মে সকালের মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বয়স ৫০ বছর পার করেও পাতলা কোমর, মানুন এই ৬ ফর্মুলা
আরও পড়ুন: এগুলো দেশের সেরা টুরিস্ট ডেস্টিনেশন, সারা বছর লেগে থাকে বিদেশিদের ভিড়
আরও পড়ুন: বারাসতে বসু পরিবারের জমিতে মসজিদ, দেখভালের দায়িত্বেও তাঁরা
উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সেখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর। সেখানে টানা বৃষ্টি চলতে পারে। ১৫ মে পর্যন্ত বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গেরও সব ক'টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার (১১ মে) উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। এখানে টানা বৃষ্টির সম্ভাবনা।