Advertisement

পশ্চিমবঙ্গ

নদীপথে বাউল গানে দুয়ারে সরকারের অভিনব প্রচার হুগলিতে

ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 19 Aug 2021,
  • Updated 8:43 AM IST
  • 1/5

নদীপথে বাউল ও লোকশিল্পীদের মাধ্যমে অভিনব পন্থায় চলল দুয়ারে সরকারের প্রচার। সৌজন্যে জেলা প্রশাসন।  

  • 2/5

বুধবার হুগলির (Hooghly) জেলাশাসক দীপাপ্রিয়া পি-র নেতৃত্বে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় রাজ্য সরকারের দুয়ারে (Duare Sarkar) সরকার কর্মসূচির প্রচার করলেন বাউল ও লোক শিল্পীরা।

  • 3/5

হুগলির চুঁচুড়া লঞ্চঘাট থেকে গঙ্গার ওপারে অবস্থিত নৈহাটি (Naihati) পর্যন্ত গান-বাজনার মাধ্যমে জলপথে চলে প্রচার কর্মসূচি। 

  • 4/5

লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Vandar Prokolpo), স্বাস্থ্যসাথী (Swasthya Sathi), কাস্ট সার্টিফিকেট, নতুন রেশন কার্ডে নাম নথিভুক্তকরণ, বিধবা ও বার্ধক্য ভাতার আবেদনের মতো বিষয়গুলিকে গানে গানে তুলে ধরেন শিল্পীরা। 

  • 5/5

অন্যদিকে বাউল ও লোক শিল্পীদের মাধ্যমে এহেন অভিনব প্রচারকে ক্যামেরাবন্দী করতে দেখা যায় যাত্রীদের। একইসঙ্গে এই উদ্যোগকে সাধুবাদও জানান তাঁরা। 

Advertisement
Advertisement