Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, আজ কোন কোন জেলার জন্য সতর্কতা?

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 19 Aug 2021,
  • Updated 10:41 AM IST
  • 1/10

এখনও অতিভারী বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না উত্তরবঙ্গের বাসিন্দাদের। বিশেষ করে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

  • 2/10

 দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহারে  কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুরে  জারি  হয়েছে হলুদ সতর্কতা।

  • 3/10

এদিকে দিঘার কাছে মৌসুমী অক্ষরেখা এবং ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
 

  • 4/10

ফের নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। দক্ষিণা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। 
 

  • 5/10

তাই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে।  বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে।
 

  • 6/10

সতর্কতা হিসাবে  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • 7/10

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

  • 8/10

কলকাতায়  বুধবারের মত বৃহস্পতিবারও আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং  বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বলা ভাল হালকা মেজাজে বিক্ষিপ্ত ভাবে জারি থাকবে বৃষ্টির ধারা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ  ৯৭  শতাংশ। সর্বনিম্ন ৮০  শতাংশ। 
 

  • 9/10


জুলাই মাসের থেকে এবার অগাস্ট মাসে বেশি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  • 10/10

Advertisement
Advertisement