Advertisement

পশ্চিমবঙ্গ

Independence Day : ২৫ দেশলাই কাঠির ওপর ৭৫ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি!

অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 14 Aug 2021,
  • Updated 4:30 PM IST
  • 1/10

তিনি দেশলাই কাঠিতে জাদু দেখান। সামান্য দেশলাই কাঠি তাঁর হাতের ছোঁয়ায় হয়ে উঠে অনন্য।

  • 2/10

সে জিনিস না দেখলে বিশ্বাস করা কঠিন। স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে সেই দেশলাই কাঠির ওপর তৈরি করেছেন স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি। দেখে তাক লেগে যাবে। এমন কাজও যে সম্ভব, তা বিশ্বাস করা যায় না।

  • 3/10

সময়ে লেগেছে প্রচুর। প্রচন্ড নিষ্ঠার সঙ্গে সারতে হয়েছে সে কাজ।

  • 4/10

এবার দেশের স্বাধীনতার ৭৫ বছর। আর তাই তিনি ৭৫ জন স্বাধীনতা সংগ্রামী মূর্তি বানিয়েছেন দেশলাই কাঠির ওপর। স্বাধীনতা দিবস (Independence Day)-এ তিনি এ ভাবে দেশপ্রেমীদের শ্রদ্ধা জানিয়েছেন। আবার অন্য একটি দেশলাই কাঠিতে ৪৭ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি এঁকেছেন।

  • 5/10

পশ্চিম মেদিনীপুরে থাকেন ওই শিল্পী। নাম বিমান আদক। বাড়ি দাসপুরের নাড়াজোল গ্রামে।

  • 6/10

২৫টি দেশলাই কাঠি দিয়ে বানিয়েছেন অশোকচক্র। ৫.৪ সেন্টিমিটারের চক্রে রয়েছে ৭৫ জন স্বাধীনত সংগ্রামীর প্রতিকৃতি।

  • 7/10

এটি তৈরি করতে সময় লেগেছে ৬ দিন। লেন্স দিয়ে বানানো হয়েছে প্রতিটি প্রতিকৃতি। তবে যে কেউ চিনে নিতে পারবেন স্বাধীনতা সংগ্রামীদের। খুব স্পষ্টই বোঝা যাচ্ছে।

  • 8/10

এবার জেনে নেওয়া যাক কাদের কাদের প্রতিকৃতি রয়েছে। সেখানে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, সুচেতা কৃপালিনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায়, ভগৎ সিং, উল্লাসকর দত্ত, চন্দ্রশেখর আজাদ, ভূপেন্দ্রনাথ দত্ত, জয়প্রকাশ নারায়ণ, পুলিনবিহারী দাস, অতুলকৃষ্ণ ঘোষ, বিরসা মুন্ডা, বাঘাযতীন, প্রফুল্ল চাকী, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, উধম সিং।

  • 9/10

রয়েছে রাজেন্দ্র প্রসাদ, লালবাহাদুর শাস্ত্রী, মৌলানা আবুল কালাম আদাদ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বসু, বাদল গুপ্ত, মাস্টার দা সূর্য সেন, পিঙ্গালি ভেঙ্কাইয়া, লালা লাজপত রাই, বীর সাভারকার, হসরত মোহানি, মদনলাল ধিংরা, দাদাভাই নওরোজি-সহ আরও কয়েকজন দেশপ্রেমী।
 

  • 10/10

দেশে মহা সমারোহে স্বাধীনতা দিবস (Independence Day) পালন করা হবে। যাঁদের লড়াই, পরিশ্রম, ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল, তাঁদের এভাবেই শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী। এর আগেও তিনি এমন শিল্পকর্ম তৈরি করেছেন। সবার প্রশংসা কুড়িয়েছেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement