Advertisement

পশ্চিমবঙ্গ

Burj Khalifa : কালীপুজোয় জোড়া বুর্জ খলিফায় সাজছে বর্ধমান, দেখুন

সুজাতা মেহরা
  • বর্ধমান ,
  • 02 Nov 2021,
  • Updated 3:23 PM IST
  • 1/8

এবার কালীপুজোর থিমে জোড়া বুর্জ খলিফা পূর্ব বর্ধমানের শহর বর্ধমানে।   শহর বর্ধমানের দুই প্রান্তে দুটি কালীপুজোর উদ্যোক্তারা পুজো মণ্ডপের থিম হিসেবে বুর্জ খলিফার আদলে মণ্ডপ বানাচ্ছেন । 
 

  • 2/8

বর্ধমানের পাড়াপুকুরে আর ইউ সি ক্লাব ও ছোটনিলপুর দিলীপ স্মৃতি সংঘ ক্লাব এবারে বুর্জ খালিফার আদলে মণ্ডপ তৈরি করছে।
 

  • 3/8

কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তুলনায় আকারে অত বড় না হলেও আলোকসজ্জায় আলোকসজ্জায় চমক রাখার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা।

  • 4/8

বর্ধমান শহরের আর এ ইউ সি-র বুর্জ খালিফার উচ্চতা হবে ৫০ ফুট। বাঁশ আর জি আই সিট দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ।

  • 5/8

 ক্লাবের কর্মকর্তার তথা পুজো কমিটির সম্পাদক জহর হাজরা বলেন, তাঁদের মণ্ডপে  আলোর ব্যবহার থাকবে। কিন্তু লেজার আলোর ব্যবহার করা হবে না। পরিবর্তে স্পার ও সার্ফি লাইট দিয়েই বুর্জ খালিফার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে। 
 

  • 6/8

উদ্যোক্তাদের দাবি, প্রায় সাড়ে ৩ কোটি টাকা তাদের বাজেট।  এটা কলকাতার বুর্জ খালিফার ছোট্ট সংস্করণ বলা যেতে পারে। ভিড় সামলানো এবং কোভিড বিধি মানা হবে। 

  • 7/8

অন্যদিকে, বর্ধমানের ছোটনিলপুর দিলীপ স্মৃতি সংঘের উদ্যোগে এবার বুর্জ খালিফার আদলে তৈরি মণ্ডপের সর্বাধিক উচ্চতা 40 ফুট। বাঁশের কাঠামোর উপর টিনের সিট লাগিয়ে এই মণ্ডপ তৈরি হচ্ছে।  
 

  • 8/8

কালীপুজোর ৪৫ তম বর্ষে তাদের এবারের বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। সার্ফি লাইট দিয়ে গোটা মণ্ডপ সাজানো হবে। কলকাতার মতোই বর্ধমানেও  মিউজিকের সঙ্গে আলোক সজ্জার পরিবর্তনের আনন্দ উপভোগ করবেন দর্শকরা

Advertisement
Advertisement