Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 30 Sep 2021,
  • Updated 3:16 PM IST
  • 1/9

বৃহস্পতিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে  খাতায়-কলমে  দেশ থেকেই বিদায় নিল বর্ষা। একাধিক রাজ্যে নিম্নচাপের চোখ রাঙানির মাঝেই এদিন এই নতুন খবর শুনিয়েছে মৌসম ভবন।

  • 2/9

  দক্ষিণবঙ্গের জন্যও  আশঙ্কা দূর করে আশার কথা শুনিয়েছে  আবহাওয়া দফতর। দুর্যোগপূর্ণ আবহওয়া এবার কাটতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
 

  • 3/9

আবহাওয়া দফতর  জানাচ্ছে, নিম্নচাপটি বুধবার সন্ধ্যে নাগাদ কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গিয়ে বর্তমানে আশ্রয় নিয়েছে। সেই কারণে বাংলার উপর থেকে চাপ কিছুটা হলেও কমেছে।
 

  • 4/9

নিম্নচাপ অবস্থান বদল করায় কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলোতে সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে।
 

  • 5/9

হাওয়া অফিস বলছে, গতকালের  নিম্নচাপ এখন ঝাড়খন্ড ও বিহারের উপরে রয়েছে।  এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেল গুলোর কিছু কিছু জায়গায় আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে।
 

  • 6/9

দক্ষিণের  বাকি জেলাতে আজ হালকা বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

  • 7/9

 কাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া  উন্নতি হবে।

  • 8/9

তবে  কাল অথাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে ভারি বৃষ্টি হবে।  গোটা  উত্তরবঙ্গেই বৃষ্টি চলবে।
 

  • 9/9

কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি  চলবে, কাল থেকে বৃষ্টির পরিমান আরো কমবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement