Advertisement

পশ্চিমবঙ্গ

South Bengal Monsoon Forecast : আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণে বর্ষণ বাড়বে জুলাইয়ে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2022,
  • Updated 7:52 AM IST
  • 1/7

উত্তরবঙ্গে যতদিন ভারী বৃষ্টি চলবে ততদিন দক্ষিণে বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। কার্যত এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, আজও উত্তরবঙ্গের (North Bengal) ওপররে দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরেও। 

  • 3/7

৩০ তারিখও উত্তরের ওপরের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে অবশ্য বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?

  • 4/7

অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না থাকায় বাড়তে পারে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। 

  • 5/7

আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হতে পারে বৃষ্টিপাত।

  • 6/7

এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

 

আরও পড়ুনডায়েট-জিম করেও রোগা হচ্ছেন না? যে ২ ভিটামিনের অভাব মেদ ঝরতে দেয় না

  • 7/7

তবে ১ জুলাইয়ের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Advertisement
Advertisement