নিম্নচাপ কাটলেও কলকাতার আকাশ ফের মেঘলা। সেইসঙ্গে মঙ্গলবার থেকেই চলছে দফায় দফায় বৃষ্টি।
বুধবারও পরিস্থিতি বদলালো না। এদিনও মেঘলা আকাশ ও বৃষ্টির মধ্যে দিয়ে দিন শুরু তিলোত্তমার।
হাওয়া অফিস বলছে এদিনও আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিনও রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং সেইসঙ্গে মৌসুমি অক্ষরেখা - এই দুই জোড়া ফলাতেই বুধবারও চলবে বৃষ্টি।
বিহার এবং ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত আছে।
আজ গতকালের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। এদিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বৃষ্টির পরিমাণ বেশি থাকবে । বাকি জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।