Advertisement

পশ্চিমবঙ্গ

South Bengal Rain Forecast: সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, সাবধান এই জেলাগুলি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2022,
  • Updated 7:45 PM IST
  • 1/9


রবিবার সারাদিন মেঘলা ছিল শহরের আকাশ, সোমবারও সেই চিত্রের পরিবর্তন হয়নি। 

  • 2/9

হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে  দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমতে চলেছে তাপমাত্রার পারদও।
 

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যদিও মঙ্গল ও বুধে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে বৃহস্পতিবার থেকে ফের তা বাড়বে। 

  • 4/9

সক্রিয় মৌসুমী অক্ষরেখা , আর তার জেরে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

  • 5/9

মঙ্গল-বুধবার বর্ষণের পরিমান কমবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে।  তবে বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বর্ষণ। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • 6/9

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

  • 7/9

সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা। সেকারণে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বর্ষার দাক্ষিণ্য পেতে চলেছ। প্রায় সব জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 
 

  • 8/9

উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া।  আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • 9/9

হাওয়া অফিস বলছে,  কলকাতার আকাশ মঙ্গলবারও মূলত  মেঘলা থাকবে।  দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হবে শহরে।  বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রার পতন হবে তবে অস্বস্তি খুব একটা কমবে না।
 

Advertisement
Advertisement