Advertisement

পশ্চিমবঙ্গ

পড়শি যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে মাকে, ব্যান্ডেলে খুন বালক

ভোলানাথ সাহা
  • বাঁশবেড়িয়া ,
  • 28 Jul 2021,
  • Updated 11:34 AM IST
  • 1/7


 পড়শি যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত মা। ঘটনার কথা জেনে যাওয়ায় সাত বছরে বালককে  অপহরন করে খুনের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

  • 2/7

হুগলির বাঁশবেড়িয়া চুরি মহল্লার বাসিন্দা শবনম বিবি গ্যাঞ্জেস জুটমিলের শ্রমিক।তার স্বামী নেই।সম্প্রতি প্রতিবেশী যুবক শেখ রাজুর সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে বলে অভিযোগ।

  • 3/7

 রাজুর সঙ্গে তার মাকে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে ছোট্ট রমজান। এরপরেই গত ২৫ তারিখ রমজানকে খেলার নাম করে বাড়ি থেকে নিয়ে যায় রাজু। 
 

  • 4/7


তাকে খুঁজে না পেয়ে বাঁশবেড়িয়া কলবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে শিশুর পরিবার ও প্রতিবেশিরা।মগড়া থানার পুলিশ খোঁজাখুঁজি শুরু করে।

  • 5/7

শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করে রাজুর কথা জানতে পারে পুলিশ।রাজু ঘটনার পর থেকে এলাকা ছাড়া ছিল।  হাওড়া সাঁকারাইলে পালিয়ে গিয়েছিল সে। সেখান থেকেই পুলিশ রাজুকে ধরে নিয়ে আসে। 

  • 6/7

পুলিশের কাছে রমজানকে খুনের কথা কবুল করে রাজু। সে জানায় শবনমের  সঙ্গে তার সম্পর্কের কথা লোককে বলে দেবে এটা ভেবেই রমজানকে অপহরন করে।তারপর ব্যান্ডেলে চুনুমিঁঞা গঙ্গার ঘাটের কাছে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গলা টিপে খুন করে ঝোপের মধ্যে ফেলে দেয়।
 

  • 7/7


পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত শেখ রাজুকে চুনুমিঁঞার ঘাটে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম জানান,প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত যুবকের সঙ্গে শিশুটির মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারনেই খুন করা হয়েছে শিশুটিকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে ধরা হয়েছে।তাকে পুলিশ হেফাজতে  নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে অন্য কোনও কারণ  আছে তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement