Advertisement

পশ্চিমবঙ্গ

Royal Bengal Tiger Seen at Buxa Tiger Reserve : বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের

অসীম দত্ত
  • আলিপুরদুয়ার,
  • 11 Dec 2021,
  • Updated 9:21 PM IST
  • 1/12

Royal Bengal Tiger Seen at Buxa Tiger Reserve: দীর্ঘ আড়াই দশকের শাপমুক্তি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর। বক্সার জঙ্গলে এবার সাক্ষাৎ দেখা মিলল লালহলুদ ডোরাকাটা সুন্দরী রয়্যাল বেঙ্গল বাঘ (Royal Bengal Tiger)-এর। গত আড়াই দশকে ধরে বক্সা টাইগার রিজার্ভে রয়াল বেঙ্গল টাইগার নেই বলে একটা অপবাদ ছিল।

আরও পড়ুন: নোয়াখালি থেকে অসম, বিজয়ার বিষাদ লুকিয়ে বাংলার লোকগানে 
 

  • 2/12

বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এ শেষবার রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)-এর দেখা পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে বক্সার জঙ্গল থেকে যেন চিরতরে হারিয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল বাঘ (Royal Bengal Tiger)-এর অস্তিত্ব।

আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে

  • 3/12

দীর্ঘ আড়াই দশক বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)-এর দেখা না পাওয়া যাওয়ায় কলঙ্কিত হয়েছে বক্সা টাইগার রিজার্ভ।

আরও পড়ুন: পৌষমেলার অনুমতি চাই, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ব্য়বসায়ী সংগঠনের
 

  • 4/12

সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)এর জঙ্গলে পাতা ট্র‍্যাপ ক্যামেরায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় হইচই পড়ে গেছে রাজ্য বন দফতরের অন্দরে।

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে 
 

  • 5/12

রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তার খাতিরে বক্সা টাইগার রিজার্ভের তরফ থেকে বাঘের দেখা পাওয়ার স্থান ও সময় জানায়নি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve) কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা
 

  • 6/12

বক্সা টাইগার রিজার্ভের কোর এলাকায় এই রয়্য়াল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে বলে জানিয়েছে বক্সার আধিকারিকরা।

  • 7/12

বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের দুর্নাম মুক্ত করতে রাজ্য বন দফতর অসম থেকে পাঁচটি রয়াল বেঙ্গল টাইগার আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। অসম রাজ্যের সঙ্গে সেই বিষয়ে পাকাপাকি কথাও ঠিক হয়ে গিয়েছিল। 

  • 8/12

যদিও করোনা সংক্রমণের জেরে আসাম থেকে বক্সার জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার নিয়ে আসতে পারেনি রাজ্য বন দফতর।

  • 9/12

রাজ্যের বনমন্ত্রী জ্যের্তিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick) জানিয়েছেন, এটা রাজ্য বন দফতরের জন্য বিরাট খবর। এতদিন ধরে বক্সার জঙ্গলে বাঘ নেই বলে যে কলঙ্ক ছিল, রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখার পর সেই কলঙ্ক মুক্ত হল।

  • 10/12

গত একমাসে বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার, ভালুক, বনকুকুরের ছবি ক্যামেরা বন্দি করেছে বক্সা টাইগার রিজার্ভ। 

  • 11/12

এবার খোদ রয়্য়াল বেঙ্গল টাইগারের দেখা মেলায় উচ্ছ্বসিত বক্সার বনকর্তা থেকে শুরু করে রাজ্যের বনমন্ত্রী জ্যের্তিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick)।

  • 12/12

বক্সা টাইগার রিজার্ভের এফডি বুদ্ধরাজ শেওয়া বলেছেন, আমরা রাজ্যের বনমন্ত্রী-সহ সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট পাঠিয়েছি। বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় আমরা আনন্দিত।

Advertisement
Advertisement