Advertisement

পশ্চিমবঙ্গ

Buxa Tiger Reserve : বক্সায় রয়্যাল বেঙ্গলের দেখা, নিরাপত্তার জন্য বন্ধ থাকছে জাঙ্গল সাফারি

অরিন্দম ভট্টাচার্য / অসীম দত্ত
  • বিধাননগর এবং আলিপুরদুয়ার,
  • 13 Dec 2021,
  • Updated 1:18 AM IST
  • 1/10

Royal Bengal Tiger Seen at Buxa Tiger Reserve: বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এ জঙ্গলের ক্যামেরায় ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল বাঘ (Royal Bengal Tiger)-এর ছবি। 

আরও পড়ুন: চুল দিয়ে যায় ঝোলা! দুনিয়ার সবথেকে মজবুত চুল ২২ বছরের এই মহিলার

  • 2/10

আর তারপরই আরও সতর্ক হয়ে উঠল রাজ্য বন দফতর। সেখানে আপাতত জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে

  • 3/10

জঙ্গলের ভেতর ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়তেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রবিবার থেকে আপাতত ১০ দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ করে দিল বন দফতর।

আরও পড়ুন: নিউ টাউন Coffee House পেল আউটডোর ইউনিট, আড্ডা হবে দিলখোলা

  • 4/10

জঙ্গল সাফারি বন্ধ করার পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া ১৫টি বনবস্তির বাসিন্দা ও সাধারণ মানুষকে নিজেদের সুরক্ষা নেওয়ারও আবেদন জনিয়েছে বন দফতর।

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

  • 5/10

রবিবার রাজ্যের বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (WB Forest Minister Jyotipriya Mallick) জানান, তারা জানতে পেরেছেন সেটা রয়্যাল বেঙ্গল টাইগার। বন দফতর থেকে এটাই উঠে এসেছে। খুব আশ্চর্য লাগছে। লালগড়ে পাওয়া গিয়েছিল। বসবাস করার কথা তো সুন্দরবনে। বাংলাদেশে একটা কোর জোন রয়েছে, আমাদের এখানে একটা কোর জোন রয়েছে। এটা যদি এখানে চলে আসে, কীভাবে গেল? সেটা পরের ব্য়াপার। বন দফতর বের করবে।

আরও পড়ুন: ভুল করেও পেঁপে খাওয়া উচিত নয় এঁদের, হতে পারে বড়সড় ক্ষতি

  • 6/10

তিনি (WB Forest Minister Jyotipriya Mallick) জানান, পর্যটক যাঁরা বক্সায় যাচ্ছেন, যাবেন।  ভেতরে জঙ্গল সাফারি বন্ধ রেখেছি। শুমারি করব না। অসমের এক প্রজাতির বাঘ আছে। সেটা ঢুকে যায়। মেল-ফিমেল কত আছে, সেটা দেখতে হবে। 

  • 7/10

এদিন তিনি  (WB Forest Minister Jyotipriya Mallick) আরও জানান, বস্তির মানুষ রয়েছেন। সেটা জাল দিয়ে ঘেরার চেষ্টা করছি। সেখানে যাতে। আট-দশদিন পর আবার সাফারি চালু হয়ে যাবে। সাবধানতা অবলম্বন করে রাখছ।

আরও পড়ুন: গাজরের এই ৬ জবরদস্ত ফায়দা জানলে রোজ খাবেন, দেখুন...

  • 8/10

দীর্ঘ আড়াই দশকের শাপমুক্তি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর। বক্সার জঙ্গলে এবার সাক্ষাৎ দেখা মিলল লালহলুদ ডোরাকাটা সুন্দরী রয়্যাল বেঙ্গল বাঘ (Royal Bengal Tiger)-এর। গত আড়াই দশকে ধরে বক্সা টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগার নেই বলে একটা অপবাদ ছিল।

  • 9/10

বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এ শেষবার রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)-এর দেখা পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে বক্সার জঙ্গল থেকে যেন চিরতরে হারিয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল বাঘ (Royal Bengal Tiger)-এর অস্তিত্ব।

  • 10/10

দীর্ঘ আড়াই দশক বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর জঙ্গলে রয়াল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)-এর দেখা না পাওয়া যাওয়ায় বক্সা টাইগার রিজার্ভ নিয়ে হতাশা ছিল।

Advertisement
Advertisement