Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Forecast: জাঁকিয়ে শীতের সূচনা! কলকাতার পারদ নামল ১৫ ডিগ্রিতে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Dec 2021,
  • Updated 10:53 AM IST
  • 1/9

রাজ্যে শীতের আমেজ ফিরেছে, যদিও পাকাপাকিভাবে এখনও শীত পড়েনি। । তবে হাওয়া অফিস বলছে,  সপ্তাহেই জাঁকিয়ে পড়তে পারে শীত। 

  • 2/9


সুখবর দিয়ে হাওয়া অফিস বলছে, পৌষের শুরুতেই শীত উপভোগ করতে পারেন  রাজ্যবাসী।
 

  • 3/9

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,  পশ্চিম হিমালয় অঞ্চলে তৈরি হওয়া  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই বাংলায় অনুভূত হবে শীত। জাঁকিয়ে শীতের আগমন ঘটবে বঙ্গে।

  • 4/9


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে।
 

  • 5/9

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪-৫দিন  দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই বঙ্গেই  শুষ্ক আবহাওয়া থাকবে,  বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
 

  • 6/9

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিনবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে । উত্তর বঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই কমেছে।  আগামী দিন দুয়েকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া  অফিস।

  • 7/9

কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আবহাওয়াও শুকনো থাকবে।
 

  • 8/9

এদিকে সপ্তাহের শুরুতেই কলকাতার তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। রবিবার যেখানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি সেখানে সোমবার তাপমাত্রা নেমে আসে ১৫.১ ডিগ্রিতে, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। রবিবার রাতে শহরের  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। সর্বনিম্ন পরিমাণ ৫০ শতাংশ।

  • 9/9


সব  ঠিক থাকলে, চলতি সপ্তাহের শেষ থেকে বা পরের সপ্তাহের প্রথম থেকেই রাজ্যে অনুভূত হবে কনকনে ঠান্ডা।

Advertisement
Advertisement