Advertisement

পশ্চিমবঙ্গ

Santiniketan Sonajhuri Haat Khowai : সোনাঝুরি হাট আপাতত সপ্তাহে দু'দিন, সাজিয়ে তুলবে পুরসভা

ভাস্কর মুখোপাধ্যায়
  • শান্তিনিকেতন,
  • 03 Feb 2022,
  • Updated 3:21 PM IST
  • 1/10

Santiniketan Sonajhuri Haat Khowai: করোনা বিধি কিছুটা শিথিল করা হয়েছে। অনেক পর্যটনকেন্দ্র খোলার অনুমতি দেওয়া হয়েছ। তবে শুধু শনি-রবিবার খোলা থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট (Santiniketan Sonajhuri Haat)। নতুন করে সাজিয়ে তুলবে বোলপুর পুরসভা (Bolpur Municipality)। 

আরও পড়ুন: মালামাল করে দেওয়া পেনি স্টক, এক বছরে ১ লক্ষ টাকা হয়েছে ৩০ গুণ! 
 

  • 2/10

দীর্ঘ দুমাস বন্ধ থাকার পর এবার খুলে যাচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট (Santiniketan Sonajhuri Haat)। করোনার কথা মাথায় রেখে হাট খোলা থাকবে সপ্তাহে দু'দিন, শনি-রবিবার। 

আরও পড়ুন: করোনার ধাক্কা! বেসরকারি ছেড়ে দেশে বাড়ল সরকারি স্কুলে ভর্তির হার
 

  • 3/10

৫ ফেব্রুয়ারি থেকে হাট খুলে যাবে। করোনার কথা মাথায় রেখে হাট খোলা থাকবে সপ্তাহের শনি-রবিবার। পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্তের পরেই হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ঠান্ডা কড়া নেড়েছে, দার্জিলিং জমজমাট! মজেছেন পর্যটকেরা

  • 4/10

পুরভোটের পর এই হাট বোলপুর পুরসভা (Bolpur Municipality)-র নিয়ন্ত্রনে চলে আসবে। তারপরই হাটকে সাজিয়ে তোলা হবে।  

আরও পড়ুন: ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর 
 

  • 5/10

বলা হয়, শান্তিনিকেতন (Santiniketan) এমন একটি জায়গা, যেখানে বছরের ছ'টি ঋতুকে অনুভব করা যায়। আর এই শান্তিনিকেতনের পশেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি সোনাঝুরি (Sonajhuri) জঙ্গল। ইউক্যালিপটাসের পাশপাশি রয়েছে সোনাঝুরি (Sonajhuri) গাছ। আর এই জঙ্গলে অবলুপ্ত হয়েও রয়েছে খোয়াই (Khowai)। সকাল এবং সন্ধ্যায় সূর্যের আলোতে এই জঙ্গলের লাল মাটি হয়ে ওঠে আরও লাল। 

আরও পড়ুন: নবদ্বীপের চরকি, সবংয়ের গাছবোমা-জলবোমা, কোন এলাকায় কোন বাজি বিখ্য়াত? 
 

  • 6/10

প্রতিদিন এই হাট দেখতেই আসে কয়েকশো পর্যটক। উৎসব-অনুষ্ঠানে এর সংখ্যা দাঁড়ায় কয়েক হাজার। শ্যামবাটি থেকে বল্লভপুর গ্রাম যাওয়ার পথে শ্যামবাটি ক্যানেল পাড়ে সোনাঝুরি। একটি সময় রুক্ষ প্রান্তর এই সোনাঝুরি (Sonajhuri) এখন সবুজ।

  • 7/10

গত প্রায় এক দশক ধরে শনিবার এখানে বসছে হাট (Santiniketan Sonajhuri Haat)। পরবর্তী সময় সেই হাটের জায়গা পরিবর্তন হলেও সেই জায়গায় বসছে খোয়াইের অন্য হাট। রাজ্য সরকার হাটে আসা পর্যটকরা যাতে বসতে পারেন, তার জন্য বসার জায়গাও করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ২০১৭ সালে এই হাটে আসেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে হাট (Santiniketan Sonajhuri Haat)-টি সাজিয়ে তোলার নির্দেশ দেন। 

তাঁর (WB CM Mamata Banerjee) নির্দেশ দেওয়ার পরই সোনাঝুরি হাট (Santiniketan Sonajhuri Haat) বাঁশের তৈরি বেশ কিছু অস্থায়ী ছাতা নির্মাণ করা হয়। পাশাপাশি তারই নির্দেশমতো অস্থায়ী টয়লেট নির্মাণ করেন বীরভূমের প্রশাসনের কর্তারা। ২০২১ সালের ডিসেম্বর মাসে করোনার কারণে হাট বন্ধ হয়ে গিয়ে ছিল।

  • 8/10

আবার ৫ ফেব্রুয়ারি থেকে হাট খুলে যাবে। সিদ্ধান্ত হয়েছে শনি-রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত হাট (Santiniketan Sonajhuri Haat) খোলা থাকবে। তার পরে ব্যবসায়ীদের উঠে যেতে হবে।

 

  • 9/10

এই বিষয়ে বোলপুর পুরসভা (Bolpur Municipality)-র প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, "প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে হাট (Santiniketan Sonajhuri Haat) ৫ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে। শনি-রবিবার এই হাট বসবে।"

  • 10/10

ফলে সেখানকারী ব্যবসায়ীদের মধ্যে খুশির ঝলক।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement