Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS : ৮০ বছরের বৃদ্ধাকে বাঁচাতে কুয়োয় ঝাঁপ ৫৮ বছরের 'যুবক'এর

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • শান্তিপুর,
  • 03 Jul 2021,
  • Updated 11:49 PM IST
  • 1/12

কুয়ো কত গভীর দেখতে গিয়েছিলেন এক ৮০ বছরের বৃদ্ধা। আর তার জেরেই বিপত্তি। পড়ে গেলেন তিনি। চারিদিকে হইচই কাণ্ড। কী করে তাঁকে উদ্ধার করাল হবে, তা নিয়ে প্রবল সংশয়। তবে ত্রাতা হিসেবে এগিয়ে এলেন ছেলের বন্ধু।

  • 2/12

নদিয়ার শান্তিপুরে বন্ধুর আশি বছরের বৃদ্ধা মাকে তুলতে কুঁয়োয় ঝাঁপ ৫৮ বছরের এক ব্যক্তির।

  • 3/12

শান্তিপুর শহরের তিলিপাড়া মনসাতলা আগাবাড়ী অতি সুপরিচিত শান্তিপুরবাসীর কাছে। শনিবার দুপুর দু'টো নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই বাড়ির নিমাই দাসের ৮০ বছরের বৃদ্ধা মা, বাড়ির উঠোনে সাবেকি ইঁদারায় কতটুকু জল আছে তা আগ্রহ বশত দেখতে যায় মুখ বাড়িয়ে, আর তখনি ঘটে বিপত্তি!

  • 4/12

নিমাইবাবু স্ত্রী গৃহকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ গোঙানির শব্দে বাইরে এসে দেখেন শাশুড়ি গভীর ইঁদারার মধ্যে পড়ে গিয়েছেন!

  • 5/12

উদভ্রান্তের মত স্বামীকে এবং পরিচিত সকলকে ফোন করেন এবং পাড়া-প্রতিবেশীদের চেঁচিয়ে ডাকতে থাকেন।

  • 6/12

ছুটে আসে ১৩ জনের রেড ভলান্টিয়ার টিম। তারাই দমকলে খবর দেয়। কাল বিলম্ব না করে দমকল এসে পৌঁছয়, ইতিমধ্যে নিমাইবাবুর প্রতিবেশী এক বন্ধু আশিস পাল। ৫৮ বছর বয়সী ওই ভদ্রলোক।

  • 7/12

দমকল আসার আগেই নিজেকে দড়ি দিয়ে বেঁধে নেমে পড়ে কুয়ার মধ্যে। এরপর দমকল এবং রেড ভলেন্টিয়ার দের সহযোগিতায় ওই বৃদ্ধা কে কোলে তুলে নেয় আশিস বাবু, চারিদিক থেকে সকলে দড়ি ধরে দু'জনকেই টেনে তোলে ওপরে।

  • 8/12

আশিস পাল জানান, রাস্তায় স্নান করছিলাম। শুনলাম পড়ে গিয়েছে। নিমাইয়ের মা পড়ে গিয়েছি শুনলাম।

  • 9/12

জানান, আমি নামছিলাম। নামতে নামতে দেখি দমকল চলে এল। আমি উঠে এলাম। কারণ উঠতে সময় লাগবে। তবে তারা নামতে দ্বিধা করছিলেন।

  • 10/12

আশিস পাল আরও জানান, বললাম নামুন, ৮০ বছর বয়স। তারপর ওরা দড়ি দেন। আমি তা দিয়ে উদ্ধার করি। আগে নামার অভ্যাস ছিল। বাড়িতে ইঁদারা রয়েছে। দমকল নামছিল না। বন্ধুর মা তো, হয়ে যায়।

  • 11/12

স্থানীয় বাসিন্দা এবং দমকলের কর্মীরা তাদের উৎসাহ দিতে থাকেন। ভরসা জোগাতে থাকেন।

  • 12/12

যাতে দড়ি না ছাড়েন, সে কথা বার বার বলতে থাকেন। অবশেষে তাঁদের দু'জনকেই উদ্ধার করা হয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement