আগামিকাল সরস্বতী পুজো। আর সেইদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে বঙ্গবাসীর মনে (Saraswati Puja 2023 Weather Forecast Kolkata)। কারণ বিগত কয়েক দিনে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা।
আজও কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই ওপরে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৩ দিন অর্থাৎ ২৬, ২৭ ও ২৮ তারিখ দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না।
এরপর ২৯,৩০ তারিখ নাগাদ ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা আবারও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ৫ দিন আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে উত্তরের জেলাগুলিতে থাকতে পারে হালকা কুয়াশা।
আরও পড়ুন - সূর্য-বুধ-শুক্রের গোচরে ফেব্রুয়ারিতে ফাটাফাটি সাফল্য বৃশ্চিক ও কুম্ভের, আর আপনার?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরস্বতী পুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ঠান্ডাও বিশেষ থাকবে না।
সেক্ষেত্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।