Advertisement

পশ্চিমবঙ্গ

Saraswati Puja 2023 Weather Report : সরস্বতী পুজোর সকালে কুয়াশা, বৃষ্টি মাটি করবে বাঙালির ভ্যালেন্টাইন? পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2023,
  • Updated 4:52 PM IST
  • 1/7

আগামিকাল সরস্বতী পুজো। আর সেইদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে বঙ্গবাসীর মনে (Saraswati Puja 2023 Weather Forecast Kolkata)। কারণ বিগত কয়েক দিনে বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা। 

  • 2/7

আজও কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই ওপরে। 

  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৩ দিন অর্থাৎ ২৬, ২৭ ও ২৮ তারিখ দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না। 

  • 4/7

এরপর ২৯,৩০ তারিখ নাগাদ ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির ২ তারিখ থেকে তাপমাত্রা আবারও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

  • 5/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ৫ দিন আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে উত্তরের জেলাগুলিতে থাকতে পারে হালকা কুয়াশা।

আরও পড়ুন - সূর্য-বুধ-শুক্রের গোচরে ফেব্রুয়ারিতে ফাটাফাটি সাফল্য বৃশ্চিক ও কুম্ভের, আর আপনার?

  • 6/7

 আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সরস্বতী পুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ঠান্ডাও বিশেষ থাকবে না। 

  • 7/7

সেক্ষেত্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
 

Advertisement
Advertisement