Advertisement

পশ্চিমবঙ্গ

SFI Self-defence Camps for Girls : ছাত্রীদের সেল্ফ-ডিফেন্সের পাঠ দিতে জেলায়-জেলায় ক্যাম্প এসএফআইয়ের

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • Updated 8:44 PM IST
  • 1/10

SFI Self-defence Camps for Girls: রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। এমনই দাবি করেছে এসএফআই। তাই ছাত্রীদের আত্মরক্ষার পাঠ দিতে উদ্যোগী হয়েছে তারা। সংগঠনের তরফে জেলায় জেলায় হচ্ছে প্রশিক্ষণ শিবির। এসএফআই উত্তর ২৪ পরগণা জেলা নিয়মিত এই শিবিরের আয়োজন করবে। শুক্রবার বাঁকুড়ার খাতরায় একদিনের শিবির আয়োজিত হল। 

  • 2/10

এসএফআই জানিয়ছে, প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাঁর জন্মদিনেই ঘোষণা করছি মিশন প্রীতিলতার প্রথম ক্যাম্প। আগামী ২২ মে, রবিবার সকাল ১১টা থেকে বসিরহাট টাউন হল চত্বরে অনুষ্ঠিত হবে ছাত্রীদের জন্য এই সেল্ফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্প। 

  • 3/10

এদিন এসএফআই উত্তর ২৪ পরগণা জেলা সভাপতি  এবং ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক দীপ্তজিৎ দাস অভিযোগ করেন, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে স্বাবলম্বনের পাঠ নেবে আজকের প্রীতিলতারা। 

আরও পড়ুন: মঙ্গলবার থেকে কলকাতায় আরএসএসের দু'দিনের হাই ভোল্টেজ মিটিং

আরও পড়ুন: বেশি কিশমিশ খাচ্ছেন? লাভের বদলে হতে পারে অনেক ক্ষতি

আরও পড়ুন: 'বিরোধীরা ভোট চাইতে এলে জুতোপেটা করুন,' TMC নেতার নিদানে বিতর্ক

  • 4/10

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে এসএফআই। দীপ্তজিৎ দাস জানান, ৪৪ দিনে ১৮টা ধর্ষণের ঘটনা ঘটেছে। অনেক ধর্ষণের ঘটনার রেকর্ড হয় না। তার মানে বোঝা যাচ্ছে, কী পরিস্থিতি। 

  • 5/10

বাঁকুড়ার খাতড়ায় স্পেশাল কোর্স করানো হয়েছে এদিন। সেখানে যে প্রজেক্ট হচ্ছে, তার নাম মিশন লক্ষ্ণী সায়গল। স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়েছেন বা কাজ করেছেন, তাঁদের অবদান মনে রেখে এক এক জেলার প্রোজেক্টের নাম হবে তাঁদের নাম অনুসারে।

  • 6/10

উত্তর ২৪ পরগণায় লাগাতার আত্মরক্ষার ক্লাস চলবে। বসিরহাটে পরপর ঘটনা ঘটেছে। তাই সেখান থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হবে। সেখানে এই প্রকল্পের নাম মিশন প্রীতিলতা। 

  • 7/10

উত্তর ২৪ পরগণা ২২ মে থেকে শুরু হতে চলেছে এই কর্মসূচি। আরও কয়েকটা জেলা করবে। বলা যায়, অধিকাংশ এই জেলা কমিটি এই কর্মসূচি নেবে। প্রধানত ছাত্রী, কম বয়সীদের জন্য এই শিবির। তবে অন্য কেউ আগ্রহ দেখালে তাঁদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

  • 8/10

দীপ্তজিৎ বলেন, "ধর্ষণ ঠেকাতে হলে সামাজিক আন্দোলন দরকার। এর পশাপাশি সামাজিক চেতনা গড়ে তুলতে হবে। সরকার কিছু করতে পারছে না, তাই আমরা করলাম। পড়ুয়াদের মধ্যে সমাজের জন্য ভাবনা যাতে আরও বাড়, তাঁদের আত্মবিশ্বাস যাতে বাড়ে, সে জন্য এই কর্মসূচি।"

  • 9/10

ঠিক হয়েছে, বসিরহাট টাউন হলে সপ্তাহে একদিন বা দু'দিন করে শিবিরের আয়োজন করা হবে। স্কুল-শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রচার চলছে। যদিও এখন স্কুলে ছুটি পড়ে গিয়েছে। টানা এটা চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। মাস তিনেকের একটা কোর্স করানোর ইচ্ছা রয়েছে। 

  • 10/10

ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কাজে সংগঠনের প্রাক্তনী বা এসএফআইকে সাহায্য করতে উদ্যোগী এমন অনেকে এগিয়ে আসছেন।

Advertisement
Advertisement