Advertisement

পশ্চিমবঙ্গ

রাস্তার কাজে কাটমানি চাওয়ায় তৃণমূল নেতার বাড়িতে জুতোর মালা এলাকাবাসীর

Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 25 Jun 2021,
  • Updated 12:36 PM IST
  • 1/12

তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। এলাকায় নির্মীয়মান সিসি রোডটি তিনি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ।

  • 2/12

এলাকাবাসীর অভিযোগ তিনি ঠিকাদার সংস্থার কাছ থেকে তোলাবাজির টাকা না পেয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি।

  • 3/12

এই অভিযোগ থেকেই ক্ষোভ প্রাক্তন পঞ্চায়েত সদস্য মিজানুর রহমানের প্রতি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের আন্দোলনের ফলে রাস্তা মিলেছে।

  • 4/12

সেই রাস্তার কাজ কোনও মতেই বন্ধ হতে দেব না আমরা। তাঁরা রাস্তার কাজের জন্য বিডিও ও এলাকার বিধায়কদেরও ধন্যবাদ জানিয়েছেন।

  • 5/12

শুক্রবার সকালে পঞ্চায়েত সদস্যকে না পেয়ে তার বাড়ির মূল গেটে জুতোর মালা ঝোলায় গ্রামবাসীরা। তাদের দাবি রাস্তার কাজে বাধা দেওয়া যাবে না। 

  • 6/12

জানা গিয়েছে, বংশীহারী ব্লকের মাহিপুর থেকে নূরপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় গত ১৭ জুন। 

  • 7/12

মন্ত্রী বিপ্লব মিত্র নিজে গিয়ে কাজের উদ্বোধন করেন। মোট ৪৪ লক্ষ টাকা বরাদ্দ হয় ওই রাস্তার জন্য। ফলে এ কাজ কীভাবে কোনও স্থানীয় নেতা আটকাতে পারে তা বুঝতে পারছেন না এলাকাবাসী।

  • 8/12

অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা মিজানুর রহমান সংশ্লিষ্ট ঠিকাদার এর কাছ থেকে ২ লক্ষ টাকা কাটমানি চায়। এই খবর জানাজানি হতেই আজ দুপুরে কয়েকশো গ্রামবাসী ওই নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

  • 9/12

বাড়িতে কেউ  না থাকায় বাড়ির দরজায় পড়ানো হয় জুতোর মালা। অবশ্য মিজানুর রহমানের দেখা পাওয়া যায়নি।

  • 10/12

গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজে কাটমানি খেতে চেয়েছেন ওই নেতা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার কে।

  • 11/12

গ্রামবাসীরা জানান বহু সাধনার ফসল এই রাস্তা। যে কোন মূল্যেই রাস্তা কাজ বজায় থাকুক এবং কাজের গুণগত মানে কোনও রকম গাফিলতি চান না তারা।

  • 12/12

যে নেতার বহিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় হাইস্কুলের বাংলার শিক্ষক। একজন শিক্ষক হয়ে এ কাজ সমর্থনযোগ্য নয় বলে দাবি এলাকাবাসীর।

Advertisement
Advertisement