Advertisement

পশ্চিমবঙ্গ

তপনে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

Aajtak Bangla
  • দক্ষিণ দিনাজপুর,
  • 27 Jul 2021,
  • Updated 7:50 PM IST
  • 1/5

প্রচণ্ড গরমে ফ্যান বিকল। মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শশুরবাড়িতেই মৃত্যু হল জামাইয়ের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত হরসুরা এলাকায়। মৃত যুবকের নাম রোহিত মুর্মু। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 
 

  • 2/5

জানা গিয়েছে, রোহিত মুর্মু নামে ওই যুবক মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বজরুখানপুর এলাকার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত হরসুরা এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে হয় তাঁর। সোমবার রাতে শ্বশুর বাড়িতেই ছিলেন তিনি। সেখানেই ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। 
 

  • 3/5

স্থানীয় সূত্রে খবর, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিকল হয়ে গিয়েছিল শ্বশুরবাড়ির ফ্যান। গরমে রীতিমতো নাজেহাল অবস্থা হয় প্রত্যেকের। সেই সময়, ফ্যান মেরামতের চেষ্টা করেন রোহিত। আর তখনই ঘটে যায় বিপত্তি। 
 

  • 4/5

ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রোহিতের। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একইসঙ্গে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। 
 

  • 5/5

মঙ্গলবার দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর পরিবারের সদস্যদের থেকেও গোটা ঘটনা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement