Advertisement

পশ্চিমবঙ্গ

Bengal Heat Wave Updates: বৃষ্টির জন্য সোমবারের অপেক্ষা, আপাতত দারুণ দহন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2022,
  • Updated 8:40 AM IST
  • 1/8

এখনও গরম থেকে স্বস্তির খবর দিতে পারল না হওয়া অফিস। আলিপুর আহাওয়া দফতরের (Alipore Weather Office) সর্বশেষ রিপোর্ট বলছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই তাপপ্রবাহ চলছে। 

  • 2/8

পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে কমপক্ষে আরও ২ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 3/8

আর যতদিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ততদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনএই গাছ থেকে সৃষ্টি হয়েছে ঝরনা! কান্ড থেকে জলের তোড়

  • 4/8

আজ বুধবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। 

  • 5/8

 তবে ২৯ তারিখ থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দফতর। 

  • 6/8

২ তারিখ নাগাদ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। তবে একসঙ্গে সব জেলায় হবে না। 

  • 7/8

 অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে ২৮ তারিখ পর্যন্ত ওপরের ৫টি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত চলবে। 

  • 8/8

২৯ ও ৩০ ওই জেলাগুলিত হতে পারে হালকা থকে মাঝারি বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলি অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement