এখনও গরম থেকে স্বস্তির খবর দিতে পারল না হওয়া অফিস। আলিপুর আহাওয়া দফতরের (Alipore Weather Office) সর্বশেষ রিপোর্ট বলছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই তাপপ্রবাহ চলছে।
পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে কমপক্ষে আরও ২ দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস।
আর যতদিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ততদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন - এই গাছ থেকে সৃষ্টি হয়েছে ঝরনা! কান্ড থেকে জলের তোড়
আজ বুধবার কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
তবে ২৯ তারিখ থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করবে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দফতর।
২ তারিখ নাগাদ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। তবে একসঙ্গে সব জেলায় হবে না।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে ২৮ তারিখ পর্যন্ত ওপরের ৫টি জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত চলবে।
২৯ ও ৩০ ওই জেলাগুলিত হতে পারে হালকা থকে মাঝারি বৃষ্টিপাত। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলি অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।