Advertisement

পশ্চিমবঙ্গ

Anubrata Mondal: দেখুন ৫৪০ ভরি সোনার গয়না, মা কালীকে পরাবেন অনুব্রত

ভাস্কর মুখোপাধ্যায়
  • বোলপুর ,
  • 02 Nov 2021,
  • Updated 2:43 PM IST
  • 1/16

প্রতিবারের মতো এবারও মা কালীর আরাধনা করবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। 

  • 2/16

প্রতিবার তিনি মা কালীকে সোনার গয়না পরান। এবারও পরাবেন। এবছর ৫৪০ ভরি সোনার গহনা পরাবেন তিনি। 
 

  • 3/16

মঙ্গলবার নিজের হাতেই মা কালীকে এই গয়না পরাবেন অনুব্রত। 

  • 4/16

এদিন দুপুরে বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে মা কালীকে নিজের হাতে গয়না পরান অনুব্রত। 

  • 5/16

প্রতিবছরের মতো এবারও এই গয়না পরানো দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। 

  • 6/16

গত বছর মায়ের সোনার গয়না ছিল প্রায় ৩৬০ ভরি। এবছর তা বেড়ে হয়েছে ৫৪০ ভরি। 

  • 7/16

মূলত অনুব্রত মণ্ডলের উদ্যোগে এই কালী প্রতিষ্ঠা করা হয় বোলপুর তৃণমূলের জেলা কার্যালয়ে। 
 

  • 8/16

তারপর থেকে প্রতিবছর এই কালীপুজো হয়ে থাকে। 

  • 9/16

এলাকার দলীয় কর্মীদের পাশাপাশি পুজোর কটা দিন এখানে ভিড় জমান বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতা ও কর্মীরা।

  • 10/16

এছাড়াও বোলপুরের বাসিন্দারাও ভিড় জমান পুজোর ৩ দিন। 

  • 11/16

অনুব্রত জানান, মা কালীর মূর্তি আসে পার্টি অফিসে। তিন দিন মা থাকবেন। পুজোর পরের দিন মা কালীর বির্সজন হবে।
 

  • 12/16

অনুব্রত মণ্ডল জানান, তাঁর যখন ৮ বছর বয়স তখন তিনি এই কালীর মূর্তি নিজের হাতে তৈরি করেছিলেন। 

  • 13/16

 এখন এই পুজোর বয়স প্রায় ৬৫ বছর। পার্টি অফিসে সেই পুজো শুরু হয়। 
 

  • 14/16

কত ভরি গয়না আছে মা কালীর? উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 'সেটা মা নিজেই বলতে পারবে। আসলে মা চান, তাই তাঁকে গয়না পরানো হয়।' 
 

  • 15/16

দলের নেতা-কর্মীরা সোনার গয়না দিয়ে থাকেন। মায়ের যখন যেটা প্রয়োজন হয় আমরা দিই। 

  • 16/16

অনুব্রত আরও বলেন, 'আমি মায়ের ছেলে। মা'কে আমি চাইব। মায়ের আমি ছেলে। তাই আবদার করলে মা তো মানবেই। তবে মায়ের আদেশ মানতে হবে। তাহলেই মনোবাসনা পূর্ণ হবে।' 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement